কলকাতা: স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য৷ উঠে এল আট হাজারের বেশি প্রার্থীর নাম৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মুখবন্ধ খামে দেওয়া রিপোর্টে ভুয়ো প্রার্থীর নামের তালিকা দিল সিবিআই। ২০১৬ সালে ‘স্কুল সার্ভিস কমিশন’ (এসএসসি) পরীক্ষার ওএমআর শিট (উত্তরপত্র) জালিয়াতির এই তালিকা পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
আরও পড়ুন- দুর্নীতি বরদাস্ত নয়, অবৈধ চাকরিপ্রার্থীদের ইস্তফা দেওয়ার সময় বেঁধে দিল হাইকোর্ট
সিবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, কেউ কেউ মাত্র দু’একটি প্রশ্নের উত্তর দিয়েছে, কেউ আবার পুরো সাদা খাতা জমা দিয়ে নবম-দশম ও একদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকতা এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন৷ আর সেই সংখ্যাটা কম করে আট হাজার! একথা শোনার পর রীতিমতো চমকে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। এই আট হাজারের মধ্যে কারা কারা সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছেন তাঁদের তালিকা তৈরি করার নির্দেশ দেন তিনি৷
সিবিআই-এর রিপোর্টে বলা হয়েছে, নবম-দশমে ৯৫২ জন, একদশ-দ্বাদশে ৯০৭ জন, গ্রুপ-সি-তে ৩,৪৮১ জন এবং গ্রুপ-ডি পর্যায়ে ২,৮২৩ জন ওএমআর শিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন। সিবিআইয়ের রিপোর্ট বলছে, এসএসসি-তে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে মোট ৮,১৬৩ জনকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>