অ-বিজেপি জোট করতে ‘সাড়া’, মমতাকে সমর্থন মুফতির, ‘ভাবছেন’ সোনিয়া-উদ্ধব

অ-বিজেপি জোট করতে ‘সাড়া’, মমতাকে সমর্থন মুফতির, ‘ভাবছেন’ সোনিয়া-উদ্ধব

নয়াদিল্লি: বাংলার নির্বাচন শুরু হতেই বিজেপি বিরোধিতায় সরব হয়ে প্রত্যেক বিরোধীদলকে একজন হওয়ার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার সহ একাধিক বিজেপি বিরোধী দলনেতাকে চিঠি লিখেছিলেন তিনি। তাদের মধ্যে অবশ্যই ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ প্রমুখ। এবার সেই আহবানে ধীরে ধীরে সাড়া মিলতে শুরু করেছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল গান্ধী বহুদিন থেকেই বিরোধী পক্ষকে এক হওয়ার ডাক দিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী। অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন বলে জানিয়েছেন। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

পিডিপি সভানেত্রী মেহবুবা মমতার চিঠির প্রেক্ষিতে জানিয়েছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছেন। দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে কৃষি আইন জোর করে পাশ করিয়ে নেওয়া হয়েছে বলেও বিজেপিকে কটাক্ষ করেছেন মেহবুবা। অন্যদিকে পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ-র সঙ্গে মিলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। যদিও জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সে ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন জাতীয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। যদিও বিরোধী দলগুলোকে একজোট হওয়ার ডাক শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিয়েছেন তা মানতে রাজি নয় তারা। তাদের বক্তব্য, এর আগে সোনিয়া গান্ধী নিজের মমতা সহ একাধিক বিরোধী দলের নেতৃত্বকে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। তবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চাপের জন্য মমতা এখন চিঠি লিখে জোটবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছেন বলে মনে করছে তারা। এক্ষেত্রে বিরোধী জোট শক্তির নেতা কে হবে সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে আলাদা করে। 

যদিও কংগ্রেসের থেকে কিছুটা হলেও ভিন্ন মত পোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে শিবসেনা। তাদের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপিকে সরাতে তারা তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। কারণ পশ্চিমবঙ্গ এবং অসম বিধানসভা নির্বাচন আগামী দিনে ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মত তাদের। প্রসঙ্গত, ভোটের মধ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙা হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =