ক্রমশ স্পষ্ট হচ্ছে ট্রেন্ড, কটি আসনে এগিয়ে BJP, বাম ও কংগ্রেস?

ক্রমশ স্পষ্ট হচ্ছে ট্রেন্ড, কটি আসনে এগিয়ে BJP, বাম ও কংগ্রেস?

5ecdd66430253fd81129d0d251f4bef0

কলকাতা:  গণনা যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে ট্রেন্ড৷ এই মুহূর্তে ৬৩টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ চারটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি৷ একটিতে বাম ও একটিতে কংগ্রেস৷ দুটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে নির্দল প্রার্থী৷ 

আরও পড়ুন- ১৯ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ‘একটু নাচানাচি হবে না, তা হয় নাকি’, মন্তব্য ফিরহাদের

৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী৷ ২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত৷ প্রসঙ্গত, ভোটের দিন তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ ছিঁড়ে দেওয়া হয়েছিল তাঁর ব্লাইজ ও শাড়ি৷ ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সজল ঘোষ৷ ৪২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সুনীতা ঝাওয়ার৷ অন্যদিকে, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ কুমার পাঠক৷ 

১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী৷ তাঁরা দু’জনের ১৫ নম্বর বরোর অন্তর্গত৷ তাঁরা দু’জনেই ওই অঞ্চলের জনপ্রিয় কর্মী ছিলেন৷ শাসকদলের টিকিট না পেয়ে তাঁরা নির্দল প্রার্থী হিসাবেই ভোটে দাঁড়িয়েছিলেন। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *