ফের বঞ্চিত বাংলা! ভাগ্যে জুটল মাত্র ২ ‘ক্লোন ট্রেন’! ৬০% গেল বিহারের হাতে

রেলের তরফে আগামী ২১ সেপ্টেম্বর থেকে মোট ৪০টি ক্লোন ট্রেন পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। কিছুদিন পরেই বিহারে বিধানসভা নির্বাচন। দেখা গেল বিহারেই ওই ৪০টি ট্রেনের ৬০ শতাংশ ট্রেনের সুবিধা দেওয়া হল। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভাগ্যে জুটল মাত্র ২টি ক্লোন ট্রেন।

 

কলকাতা: রেলের তরফে আগামী ২১ সেপ্টেম্বর থেকে মোট ৪০টি ক্লোন ট্রেন পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। কিছুদিন পরেই বিহারে বিধানসভা নির্বাচন। দেখা গেল বিহারেই ওই ৪০টি ট্রেনের ৬০ শতাংশ ট্রেনের সুবিধা দেওয়া হল। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভাগ্যে জুটল মাত্র ২টি ক্লোন ট্রেন।

নির্দিষ্ট রুটে যাত্রীদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে গত মঙ্গলবার রেল তরফে ২০ জোড়া 'ক্লোন ট্রেন' চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে বলা হয়েছিল, ওই ক্লোন ট্রেনগুলির আসন পুরোপুরি সংরক্ষিত থাকবে এবং সেগুলি নির্দিষ্ট কিছু স্টেশনে দাঁড়াবে। সেই মর্মে কোন কোন রুটে ট্রেন দেওয়া হয়েছে জানিয়ে একটি বিবৃতি সম্প্রতি প্রকাশ করেছে রেল। একই সঙ্গে সেখানে বিস্তারিত তালিকাও দেখানো হয়েছে। সেই অনুয়ায়ী, মোট ১২ জোড়া অর্থাৎ ২৪ টি ক্লোন ট্রেন পেয়েছে বিহার রাজ্য। আর মাত্র ১ জোড়া ক্লোন ট্রেন জুটেছে পশ্চিমবঙ্গের।

সাহারসা, রাজগির, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, রাজেন্দ্র নগর, কাটিহার, জয়নগর, দানাপুর, ছাপরা এবং পাটনা থেকে এই ট্রেন গুলি রওনা হবে। তার মধ্যে কোনও ট্রেন যাবে নয়াদিল্লি, কোনওটার আবার গন্তব্য সেকেন্দ্রাবাদ, আমদাবাদ, বেঙ্গালুরু, সুরাত কিংবা অমৃতসর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাত্র ২টি ক্লোন ট্রেন চলবে নিউ জলপাইগুড়ি এবং অমৃতসরের মধ্যে। রেল তরফে প্রকাশিত ওই বিবৃতি থেকে জানা গিয়েছে, হামসফর ট্রেনের রেক ব্যবহার করে সেই ট্রেনদুটি চালানো হবে। সেক্ষেত্রে ভাড়াও পড়বে হামসফর ট্রেনের মতোই।

বাংলায় চলা ওই একজোড়া ট্রেনের মধ্যে প্রথমটি অর্থাৎ '০৪৬৫৩ নিউ জলপাইগুড়ি – অমৃতসর' ট্রেনটি প্রতি শুক্রবার সকাল ৭ টায় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। অমৃতসর পৌঁছানোর নির্ধারিত সময় বিকেল ৪ টে ২০ মিনিট। আর অন্যটি, ০৪৬৫৪ অমৃতসর -নিউ জলপাইগুড়ি, প্রতি বুধবার সকাল ৮ টা ১০ মিনিটে অমৃতসর থেকে ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর নির্ধারিত সময় বিকেল ৫ টা ৪৫ মিনিট। এই দুটি ট্রেন মাঝখানে নিউ জলপাইগুড়ি, কাটিহার, সমস্তিপুর, ছাপরা, গোরক্ষপুর, সীতাপুর জংশন, সাহারানপুর এবং অমৃতসর এই নির্দিষ্ট স্টেশন গুলিতে থামবে। পাশাপাশি রেল তরফে আগামী শনিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে আসন সংরক্ষণ প্রক্রিয়া শুরু করা হবে ২১ সেপ্টেম্বরের ট্রেনের জন্য। আগে থেকে বুকিংয়ের সময়সীমা ১০ দিন ধার্য করেছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =