ATM ব্যবহারে লাগবে না অতিরিক্ত চার্জ, বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা

আগামী ২৩মার্চ থেকে ৩১মার্চ পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ও প্রিপেইড কার্ড (যেখানে প্রযোজ্য) গ্রাহকদের অনলাইন ইমেডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস) ও এটিএম ফিনান্সিয়াল ও নন ফিনান্সিয়াল ক্ষেত্রে লেনদেন সংক্রান্ত কোনো চার্জ দিতে হবে না।

3 stocks recomended

নয়াদিল্লি: করোনা সংকটে গ্রাহকের পাশে দাঁড়ালো অ্যাক্সিস ব্যাংক। মঙ্গলবার থেকে এই ব্যাংকের গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও অমিতাভ চৌধুরী। অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে টুইটারেও এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতি অনুসারে আগামী ২৩মার্চ থেকে ৩১মার্চ পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ও প্রিপেইড কার্ড (যেখানে প্রযোজ্য) গ্রাহকদের অনলাইন ইমেডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস) ও এটিএম ফিনান্সিয়াল ও নন ফিনান্সিয়াল ক্ষেত্রে লেনদেন সংক্রান্ত কোনো চার্জ দিতে হবে না। এমনকি অ্যাক্সিস ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহার করলেও কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।

বিভিন্ন অর্থনৈতিক পরিষেবা সংক্রান্ত অ্যাক্সিস ব্যাংক তাদের  ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল, অ্যাক্সিস পে অ্যাপ্লিকেশন, চ্যাটবোট এবং ওয়েবসাইটগুলির মাধ্যমে  পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, বিল পে, ডিপোজিট, লোন এবং ইনভেস্ট সহ আড়াইশোরও বেশি পরিষেবা দিয়ে থাকে।  এই ডিজিটাল পরিষেবাগুলি সম্পূর্ণভাবে ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে ব্যাংকের পক্ষ থেকে।

করোনা ভাইরাসের জন্য উদ্ভূত সম্ভব্য যেকোনও পরিস্থিতিতে গ্রাহক,কর্মী,ব্যবসায়ী, সরকারি সংস্থা ও গোষ্ঠীগুলিকে বর্ধিত আকারে সমস্ত রকম সাহায্য প্রদান ও করোনা মোকাবিলার জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠন করেছে অ্যাক্সিস ব্যাংক।

অ্যক্সিস ব্যাংক তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে  বিশ্বজুড়ে সাম্প্রতিকতম সবচেয়ে বড় আতঙ্কের হাত থেকে মুক্তির লড়াইয়ে দেশের সঙ্গে আছে এই সংস্থা। নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য এখন হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করার সময়।

করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশিকা মেনে সমস্ত সচেতনতা মূলক ও সতর্কতামূলক বিধি মেনে চলার আহ্বান জানানোহয়েছে অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 13 =