মানিকচক: কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগণার পর খবরে মালদহ৷ ভোটের সকাল থেকেই মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জিশারদ টোলা এলাকায় বোমাবাজি শুরু হয়। কংগ্রেসের অভিযোগ, এলাকায় বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে তৃণমূল৷ দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনেছে শাসক শিবির। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছে কংগ্রেস।
তৃণমূল সূত্রে খবর, কংগ্রেসের হামলায় নিহত হয়েছেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি মহম্মদ নাসিরের কাকা শেখ মালেক। পায়ে গুলি লেগে আহত হয়েছেন নাসিরও। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগের দিন, শুক্রবারও কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মালদহ। রতুয়া-২ ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে কংগ্রেস। গুলি চালানোরও অভিযোগ ওঠে। কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের পাল্টা অভিযোগ করে রাজ্যের শাসকদল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।