election
নয়াদিল্লি: ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ নিয়ে দীর্ঘ দিন ধরেই সোচ্চার কেন্দ্রীয় সরকার৷ সহজ কথায় বলতে গেলে ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এর অর্থ হল গোটা দেশে একটাই নির্বাচনের ব্যবস্থা হবে। একই সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচনগুলি অনুষ্ঠিত হবে৷ সবকিছু ঠিক থাকলে ২০২৯ সালের লোকসভা ভোট থেকেই শুরু হয়ে যেতে পারে ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’। তবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রথা আক্ষরিক অর্থেই হতে চলেছে ‘ওয়ান’। কারণ এতদিন মনে করা হচ্ছিল, লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু, জানা যাচ্ছে শুধু লেকসভা-বিধানসভাই নয়, দেশের যাবতীয় জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচনকেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন-এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদী সরকার।
যার অর্থ, লোকসভা ও বিধানসভা ভোটের সঙ্গেই অনুষ্ঠিত হবে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন৷ রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি বুধবার আইন কমিশনের সঙ্গে এই বিষয়ে বৈঠকে করে। সেখানেই এই প্রস্তাব করা হয়েছে। আইন কমিশনের সুপারিশ, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সর্বশেষ সময়সীমা হিসেবে ধার্য করে এক সঙ্গে ভোটের লক্ষ্যে এগিয়ে চলা হোক। অর্থাৎ ২০২৪ সালের লোকসভা ভোটের পর যত বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত ভোট হবে, সেগুলির মাধ্যমে গঠিত বোর্ড অথবা সরকারের মেয়াদ কমিয়ে অথবা বাড়িয়ে এমনভাবে ধার্য করা হবে, যাতে প্রত্যেকটি নির্বাচনেই ২০২৯ সালের লোকসভা ভোটের সঙ্গে সেরে ফেলা যায়৷