kangana
কলকাতা: রবিবার লোকসভা ভোটে পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে ১৯টি কেন্দ্রের পাশাপাশি সারা দেশে ১১১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির৷ তাতে রয়েছে বেশ কিছু চমক৷ টিকিট পেয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রীকাে। কিন্তু তাঁর নাম প্রকাশ হতেই সামনে এসেছে কঙ্গনার পুরনো একটি টুইট৷ যেখানে বলিউড ‘কুইন’ সাফ জানিয়েছিলেন তিনি পাহাড় থেকে লড়তে আগ্রহী নন। তাহলে কী মত বদলালেন কঙ্গনা?
কঙ্গনার জন্ম হিমাচলপ্রদেশের মান্ডিতে৷ সেখানেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। দল টিকিট দেওয়ার পর কঙ্গনা জানান, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে সামিল হতে পেরে তিনি অত্যন্ত খুশি ও সম্মানিত বোধ করছেন। তবে বছর খানেক আগেই এই কঙ্গনাই বলেছিলেন, যদি কখনও নির্বাচনে লড়েন, তবে এমন কোনও রাজ্য থেকে লড়তে চান যেখানে জটিলতা অনেক বেশি। নিজের রাজ্য হলেও তিনি হিমাচল প্রদেশ থেকে লড়তে আগ্রহী নন৷ কারণ সে রাজ্যে কোনও দারিদ্র বা অপরাধ নেই। যদিও এই ঘোষণার এক বছর বাদেই পাল্টি খেয়েছিলেন কঙ্গনা। একটি সংবাদমাধ্য়মে বলেছিলেন, দল (বিজেপি) সুযোগ দিলে তিনি মান্ডি থেকেই লড়বেন।