খুশির ইদে খোলা থাকবে শেয়ার বাজার? জানুন গোটা এপ্রিলের ছুটির তালিকা

খুশির ইদে খোলা থাকবে শেয়ার বাজার? জানুন গোটা এপ্রিলের ছুটির তালিকা

3 stocks recomended

eid stock market

কলকাতা: আজ দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। উৎসবের দিনে হবে কি ট্রেন্ড? খোলা থাকবে শেয়ার বাজার? ট্রেডারদের মধ্যে এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাজারের হালহাকিকত জানতে অনেকেই স্টক এক্সচেঞ্জের অফিশিয়াল ওয়েবসাইটে উঁকিঝুঁকি দিচ্ছেন। অনেকেই হাতে চাইছেন শেয়ার মার্কেটের ছুটির তালিকা৷ ফি বছর জানুয়ারি মাস পড়লেই শেয়ার বাজারের ছুটির তালিকা প্রকাশ করা হয়। যা পেয়ে যাবেন বম্বে স্টক এক্সচেঞ্জের অফিশিয়াল ওয়েবসাইটে। বেশ কিছু উৎসবে বন্ধ থাকে স্টকের লেনদেন। যার মধ্যে অন্যতম খুশির ইদ। এবারও সেই নিয়মের কোনও ব্য়তিক্রম হয়নি। ফলে বৃহস্পতিবার দিনভর বন্ধ থাকছে শেয়ার বাজার।

২০২৪-এর এপ্রিল মাসে শনি ও রবিবার বাদ দিলে মাত্র ২ দিন বন্ধ থাকবে ট্রেডিং। ইদ উপলক্ষে ১১ এপ্রিল। আর দ্বিতীয় হল ১৭ এপ্রিল। ওই দিন দেশজুড়ে পালিত হবে রাম নবমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 3 =