জামুরিয়ায় পরাজিত ঐশী, জয়ের হাসি মনোজের

জামুরিয়ায় পরাজিত ঐশী, জয়ের হাসি মনোজের

কলকাতা:  একুশের ভোটে কার্যত ধস নাময় সংযুক্ত মোর্চা শিবিরে৷ অনেক আশা জাগিয়েও জামুড়িয়ায় পরাজিত তরুণ সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। এই কেন্দ্র থেকে জয়ী হলেন তৃণমূল প্রার্থী হরেরাম সিং। শিবপুরে জিতে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী মনোজ তিওয়ারি৷ অন্যদিকে, ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকি৷ 

আরও পড়ুন- হেস্টিংসে BJP-র দফতরের বাইরে আতসবাজি-আবীরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস

তবে গোটা বাংলার নজর এখন নন্দীগ্রামের উপরে৷ কিন্তু এখানে সার্ভার সমস্যার কারণে  ভোটগণনার কাজ ব্যাহত হচ্ছে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে গণনা শেষ হয়েছে। কিন্তু ১ নম্বর ব্লকে এখনও গণনা শুরু করা যায়নি৷ এদিকে ডোমজুড়ে গণনা কেন্দ্রে উত্তেজনা৷ কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে আহত ২৷ তৃণমূল ও বিজেপি এজেন্টদের মধ্যে বচসা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =