‘২৫ টাকায় কী ঘণ্টা কাজ হবে?’, ১০০ টাকার কে কত খায় হিসেব দিলেন স্বয়ং ওসি

‘২৫ টাকায় কী ঘণ্টা কাজ হবে?’, ১০০ টাকার কে কত খায় হিসেব দিলেন স্বয়ং ওসি

5bfb65a72049d9e2a55eb0ceb7cc883a

মুর্শিদাবাদ: সরকারি ঠিকাদারির কাজ করতে দিতে হয় কমিশন। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ওসির মুখে বিস্ফোরক অভিযোগ৷ কালীপুজোর একটি অনুষ্ঠানে এসে বড়ঞা থানার ওসি সন্দীপ সেন বলেন, ঠিকাদারি সংস্থার কাজ করতে ব্লকে চার শতাংশ কমিশন দিতে হয়৷ আগের ওসিকে দিতে হত পাঁচ শতাংশ কমিশমন৷ এখানেই শেষ নয়, স্থানীয় বাসিন্দাদের দিতে হত চার থেকে পাঁচ শতাংশ কমিশন। ওসি’র মুখে এ হেন দাবি শুনে চোখ কপালে উঠেছে অনেকরই৷ ওই ভিডিয়োটি ভাইরাল হতেই শোরগোল রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- দীপাবলিতে প্রায় ৫ কোটি টাকার মদ বিক্রি একটি জেলাতেই!

ওই ভিডিয়োয় ওসিকে বলতে শোনা যায়, ‘‘১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা। হত কত? ৬০। ব্লক অফিসে কত দেবে? ৪ শতাংশ। হল ৬৪। আগের ওসিদের কত দিতে হত? ৫ শতাংশ। হল ৬৯। আর খ্যাঁকশিয়ালের বাচ্চাদের দেবে আরও ৫ শতাংশ। ৭৫ ধরলাম। ২৫ টাকায় শেওড়া অঞ্চলে কী ঘণ্টা কাজ হবে? বুঝে দেখুন৷ এটা বন্ধ করে দিয়েছি৷ তুমি খাও না.. ১-২ শতাংশ৷ কিন্তু কাজটা যেন প্রকৃত ভাবে হয়। আমাদের সরকার চাইছে প্রকৃত উন্নয়ন হোক।’

খোদ ওসির মুখে কাটমানির কথায় রাজনৈতিক মহলে ঝড় উঠেছে৷ শুধু আগের ওসিই নন, ব্লক অফিস, অর্থাৎ যেখান থেকে কাজ বরাদ্দ হয়, সেখানেও দিতে হয় ঘুষ৷ এই ঘটনায় অবশ্য মুখে কুলুপ পুলিশ এবং প্রশাসনিক মহলের৷