রিয়ার কাণ্ডকারখানার কথা তুলে বাঙালিদের অপমান, ফুঁসে উঠলেন নুসরত

কলকাতা: সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী বাঙালি। সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁর বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। আর সেই অভিযোগের রেশ টেনেই বাঙালি মেয়েদের নামে অপমান ও কুৎসা শুরু হয়েছে নেটদুনিয়ায়। এবার এই নিয়েই মুখ খুললেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।

 

কলকাতা: সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী বাঙালি। সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁর বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। আর সেই অভিযোগের রেশ টেনেই বাঙালি মেয়েদের নামে অপমান ও কুৎসা শুরু হয়েছে নেটদুনিয়ায়। এবার এই নিয়েই মুখ খুললেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।

রিয়া চক্রবর্তীর নামে উঠছে একাধিক অভিযোগ। তার মধ্যে যেমন রয়েছে আর্থিক তছরূপ, তেমনই রয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই সুশান্তের আত্মহত্যা নিয়ে  বান্দ্রা থানায় ম্যারাথন জেরা করা হয় রিয়াকে। এরপর সুশান্তের বাবা বিহারে রিয়ার নামে এফআইআর দায়ের করেন। তার তদন্ত করতে মুম্বই পৌঁছেছে বিহার পুলিশ। অভিনেতার টাকা দিয়ে রিয়া ফূর্তি করতেন বলে অভিযোগ। রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ, সুশান্তকে নাকি কড়া ডোজের ওষুধ খাওয়াতেন তিনি। সুশান্তের বডিগার্ডে জানিয়েছেন, সেই সুযোগে রিয়া, তাঁর ভাই ও বাবা বাড়িতে পার্টি করতেন। এছাড়া রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ মনোবিদের কাছে চিকিৎসা করিয়ে পাগল প্রমাণ করার চেষ্টাও করেছিলেন রিয়া। সবমিলিয়ে রিয়া এখন নোটিজেনদের আক্রমণের কেন্দ্রবিন্দু। কিন্তু রিয়ার কারণই সমস্ত বাঙালি মেয়েদের উপরেই ক্ষোভ উগরে দিচ্ছেন সবাই।

আরও পড়ুন: রিয়ার বিরুদ্ধে মিথ্যে বয়ানের জন্য চাপ দিচ্ছে সুশান্তের পরিবার! অভিযোগ বন্ধুর

কেউ লিখেছেন, রিয়া চক্রবর্তী বাংলা আর বাঙালিদের জনপ্রিয় করে দিল। কেউ আবার রিয়া চক্রবর্তীর প্রেতচর্চা ও ব্ল্যাক ম্যাজিক করার অভিযোগককে হাইলাইট করেছেন। লিখেছেন, বাঙালিরা কালো জাদু করতে জানে এমন ঘটনা শোনা যায়। রিয়া তা প্রমাণ করে দিল। বাঙালিদের উপর বারবার এমন অপমান ও কুৎসার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। তিনি বলেছেন, যদি কেউ সত্যিই দোষী হয়, তবে তাকে শাস্তি দেবে আইন। ভারতের বিচার ব্যবস্থার উপর নিজের ভরসার কথা বলেছেন তিনি। কিন্তু একজনের জন্য সমগ্র জাতির অপমান তিনি কখনওই মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =