nusrat jahan
কলকাতা: অশান্তির আগুনে জ্বলছে তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছোট্ট দ্বীপ সন্দেশখালি৷ কিন্তু এতদিনে সে বিষয়ে একটি মন্তব্যও করেননি তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ এবার মুখ খুললেন তিনি৷ তাও আবার বেফাঁস মন্তব্য করে চলে এলেন বিতর্কের শিরোনামে৷ সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলে বসলেন, সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ চলছে। তাই এখন সেখানে যাওয়া এখন উচিত হবে না। ব্যাস৷ তাতেই শোরগোল রাজ্যজুড়ে।
জমি, ভেড়ি দখল থেকে নারী নির্যাতন। একের পর এক অভিযোগে জ্বলছে সন্দেশখালি। সরগরম রাজ্য-রাজনীতি। নুসরত বসিরহাটের সাংসদ৷ তাঁর সাংবিধানিক এলাকার মধ্যেই রয়েছে সন্দেশখালি৷ এ বিষয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরত বলেন, “আমি দলের নির্দেশ মেনে চলি। সন্দেশখালিতে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে প্রতিদিনই স্থানীয়দের সাহায্য পাঠানো হচ্ছে। যা যা করার তা করা হচ্ছে। আমি নিজে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। যার যার সঙ্গে যোগাযোগ রাখার কথা নিয়মিতভাবে যোগাযোগ রাখছি।”