সকাল সকাল ভোট দিয়ে কমিশনকে তুলোধোনা নুসরতের, মন্দিরে পুজো দিলেন সুব্রত

সকাল সকাল ভোট দিয়ে কমিশনকে তুলোধোনা নুসরতের, মন্দিরে পুজো দিলেন সুব্রত

কলকাতা: সকাল সকাল বুথে গিয়ে ভোট দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি৷ ভোট দিতে যান তাঁর বাবা-মাও৷ অন্যদিকে, এদিকে সকাল সকাল বালিগঞ্জে দক্ষিণা কালি মায়ের মন্দিরে গিয়ে পুজো দিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়৷ এই কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন তিনি৷ 

আরও পড়ুন-হরিশচন্দ্রপুরে ভোটারদের বুথে যেতে বাধা, কাঠগড়ায় বিজেপি

এদিন মডার্ন হাইস্কুলের কেন্দ্রে ভোট দিয়ে নুসরত বলেন, আমি যেখানেই প্রচারে গিয়েছি সেখানেই মানুষের মধ্যে উদ্দীপনা, মানুষের সমর্থন চোখে পড়েছে৷ তাঁদের চোখে আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন দেখেছি৷ তবে নির্বাচন এতদিন কেন ঘুমিয়ে ছিল সেটা বুঝতে পারছি না৷ প্রধানমন্ত্রী যখন তাঁর জনসভা বাতিল করলেন, তারপরেই সমস্ত সভা বাতিল করে দিল কমিশন৷ তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো চলছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nineteen =