Nusrat Jahan
কলকাতা: ফ্ল্যাট বিক্রিকাণ্ডে প্রতারণার অভিযোগে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে তলব করেছিল অনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ সেই তলবে সাড়া দিয়ে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন নুসরত জাহান। সকাল ১০টা ৭ মিনিট নাগাদ সাদা রঙের নীল বাতি লাগানো গাড়ি চেপে বাড়ি থেকে বেরোন নুসরত। ১০টা ৪৩ মিনিটে সল্টেলেকের সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন তিনি৷ যদিও এর আগে সাংবাদিক বৈঠক ডেকে প্রতারণাকাণ্ডে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তবে তিনি তদন্তে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন৷
সাংবদিক বৈঠকে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীকে ইডি জেকে পাঠানোর পরই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন নুসরত৷ সেখানে তিনি জানান, যে সময় অভিযোগ যখন করা হয়েছে, তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট কোম্পানি ছেড়ে দিয়েছিলেন। এ ছাড়াও তিনি জানান যে, কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা তিনি কড়ায়-গণ্ডায় ফিরিয়েও দিয়েছেন।
এর পরেই নুসরতকে প্রশ্ন করা হয়েছি, তিনি কেন একটি কোম্পানির কাছ থেকে ঋণ নিলেন? কেন কোনও ব্যাঙ্কের মাধ্যমে ঋণ নিলেন না? সেই প্রশ্ন শুনেই অবশ্য সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান তৃণমূলের তারকা সাংসদ৷ এই মামলায় ইডির বক্তব্য, ফ্ল্যাট প্রতারণা অভিযোগের তদন্ত নেমে বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করার পরই নুসরত জাহানকে ডেকে পাঠানো হয়েছে।