‘‌বাংলার রাজনৈতিক মানচিত্রে বিভাজন করছে বিজেপি’‌, অমিতকে টুইটে তুলোধোনা নুসরতের

‘‌বাংলার রাজনৈতিক মানচিত্রে বিভাজন করছে বিজেপি’‌, অমিতকে টুইটে তুলোধোনা নুসরতের

 কলকাতা:  পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি৷ বুথ দখল নিয়েও টুইটে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের শীর্ষনেতা অমিত মালব্য। সেই প্রেক্ষিতেই এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ বিজেপি’র বিরুদ্ধে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগ আনলেন বসিরহাটের সাংসদ। 

বিজেপি যখন গ্রাম বাংলায় বেপরোয়া সন্ত্রাস, বুথ দখল, ছাপ্পা, খুন নিয়ে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার, তখন তৃণমূল কংগ্রেসের দাবি,  সুপরিকল্পিতভাবে হিংসা ছড়িয়েছে বিরোধীরা৷ খুন হতে হয়েছে তৃণমূল কংগ্রেসের ৯ জন কর্মীকে৷ তবে অধিকাংশ জায়গায় এসব আটকে দেওয়া গিয়েছে বলেই উৎসবের মেজাজে বাংলার সব গ্রামে ভোট দিতে পেরেছেন মানুষজন। এদিকে তৃণমূলকে বিঁধে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সেখানে তিনি লেখেন, ‘বাংলায় গণতন্ত্রকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তাঁর ভাইপোর লোকসভা কেন্দ্রে (‌অভিষেক বন্দ্যোপাধ্যায়)‌ ছাপ্পা দেওয়া ব্যালট পেপার পাওয়া গিয়েছে। নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস বুথ দখল করে ভোট পর্ব মিটিয়্ছে। রাজ্য নির্বাচন কমিশন সেখানে আদালত অবমাননা করেছে। কোনও নিরাপত্তা এবং সিসিটিভি সেখানে ছিল না।’

এই পরেই পাল্টা টুইট করেন তৃণমূল সাংসদ৷ সেখানে নুসরত লেখেন, ‘সবাই দেখুন আবার একদিন, আবার মনে করিয়ে দিচ্ছি বিজেপি কীভাবে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিভাজন করছে। নেতড়া গ্রাম পঞ্চায়েত মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কখনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে নয়, যা অমিত মালব্য বিশ্বাস করে। দুর্ভাগ্যজনক, ওনার আইটি সেল ভুয়ো বাস্তবকে ছড়াচ্ছে। এই মিথ্যে তথ্য ছড়ানো এবার বন্ধ হওয়া দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *