সশরীরে আদালতে হাজির নুসরত, ভিড় সরিয়ে হাত ধরে বার করে নিয়ে গেলেন যশ

সশরীরে আদালতে হাজির নুসরত, ভিড় সরিয়ে হাত ধরে বার করে নিয়ে গেলেন যশ

nusrat jahan

কলকাতা: ফ্ল্যাট প্রতারণা মামলায় শনিবার আলিপুর আদালতে সশরীরে হাজিরা দিলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। আদালতে জামিনের আবেদন জানান বসিরহাটের সাংসদ। ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। 

সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত৷ অভিযোগ, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নিয়েছিল ওই সংস্থা। বদলে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। যদিও সেই ফ্ল্যাট তাঁরা আজ অবধি পাননি। টাকাও ফেরত দেওয়া হয়নি৷ আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে কোনও উত্তর দিতে চাননি অভিনেত্রী। দুপুরে কলকাতা প্রেস ক্লাবে যান নুসরত ও তাঁর স্বামী যশ দাশগুপ্ত। সেখান থেকে বেরনোর সময়ও সাংবাদিকদের এড়িয়ে যান তাঁরা।শুধু তাই নয়, বেশ গম্ভীর মুখেই নুসরতের হাত ধরে টেনে নিয়ে যান যশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + six =