কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশ জুড়ে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া। গত ১৬ জানুয়ারি শনিবার ছিল টিকাকরণের প্রথম দিন। রাজ্যে টিকা দানের প্রক্রিয়া মোটের উপর সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও দেখা গিয়েছিল দু’একটি ব্যতিক্রম।
শনিবার করোনা টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন কলকাতার এক নার্স। তিনি বিসি রায় হাসপাতালের কর্মরত। টিকা নেওয়ার পর থেকেই অস্বস্তি বোধ করতে থাকেন ওই নার্স। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞাও হারিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়। টিকাকরণের প্রথম দিনেই এই বিভ্রাট করোনার ভ্যাকসিন নিয়ে সাধারণের মনে তৈরি করে আতঙ্ক।
প্রাথমিক ভাবে বেশ কিছুক্ষণ অজ্ঞান থাকার পর জ্ঞান আসে বছর পঁয়ত্রিশের ওই নার্সের। খোঁজ নিয়ে জানা যায়, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু টিকা নেওয়ার পর কেন অসুস্থ হয়ে পড়লেন তিনি? ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াই কি এর কারণ? নাকি এর পিছনে আছে অন্য কোনো শারীরিক অসুস্থতা? হাসপাতাল সূত্রের খবর, এ বিষয়ে খতিয়ে দেখার জন্য গঠন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিক্যাল বোর্ড। স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘ওই নার্সের বিভিন্ন শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। এই পর্যবেক্ষণ ও বিশ্লেষণে কিছুটা সময় লাগতে পারে।’’
স্বনামধন্য ওই চিকিৎসক এদিন সংবাদমাধ্যমের কাছে আরো বলেন, ‘‘ওই নার্সের চিকিৎসা যাতে সঠিক পদ্ধতিতে হয় সে ব্যাপারে আমরা বিশেষজ্ঞদের নিয়ে একটা মেডিক্যাল বোর্ড গঠন করেছি। আশা করি, যত দ্রুত সম্ভব আমরা তাঁর অসুস্থতার কারণ ও তার সমাধান খুঁজে বের করব।’’ এ পর্যন্ত চিকিৎসায় ওই নার্স ভালোই সাড়া দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বি সি রায় হাসপাতালের ওই নার্সের আগে থেকে কোনও শারীরিক অসুস্থতা ছিল কি না সে বিষয়টিও একেবারে উড়িয়ে দিচ্ছে না স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, তাঁর হাঁপানির সমস্যা ছিল দীর্ঘদিন ধরেই৷ এছাড়া একাধিক ওষুধও খেয়ে থাকেন তিনি। এই বিষয়গুলি এক্ষেত্রে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট নির্মিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের বন্টন প্রক্রিয়া। টিকাকরণের প্রথম পর্যায়ে রাজ্যের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী , সাফাই কর্মচারী এবং পুলিশ কর্মীদের মতো করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হচ্ছে। পরে ধাপে ধাপে তা সাধারণ মানুষের মধ্যেও বন্টিত হবে বলে জানিয়েছে সরকার।