উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, মহারাষ্ট্রে আক্রান্ত ৭, জয়পুরে সংক্রমিত একই পরিবারের ৯ সদস্য

উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, মহারাষ্ট্রে আক্রান্ত ৭, জয়পুরে সংক্রমিত একই পরিবারের ৯ সদস্য

43ac92c2e3d1e1f466e76c79fb20f700

নয়াদিল্লি: উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রম৷ ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এবার একসঙ্গে ৭ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল মহারাষ্ট্রে৷ অন্যদিকে রাজস্থানে ওমিক্রমে আক্রান্ত একই পরিবারের ৯ জন৷ জানা গিয়েছে মহারাষ্ট্রে ৭ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে ৪ জন বিদেশ থেকে ফিরেছিলেন৷ বাকিরা তাঁদের সংস্পর্শে আসে৷ অন্যদিকে জয়পুরে আক্রান্তদের মধ্যে ৪ জন ফিরেছেন দক্ষিণ আফ্রিকা থেকে৷ ফলে সব মিলিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৷ 

আরও পড়ুন- মাত্র ৩৫ পয়সার বিনিময়ে ১০ লাখ! রেলযাত্রীরা জেনে নিন কী ভাবে মিলবে সুবিধা

গতকাল পর্যন্ত ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ৪৷ তাঁদের মধ্যে দু’জন কর্ণাটক, দু’জন গুজরাতের জামনগর এবং একজন ছিলেন মুম্বইয়ের বাসিন্দা৷ সেই আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটাই বেড়ে গেল৷ প্রসঙ্গত, বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ ভারতেও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা৷ মহারাষ্ট্র প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি এক মহিলা ও তাঁর দুই মেয়ে  নাইজেরিয়া থেকে ফিরেছেন। তাঁদের সংস্পর্শে আসেন ওই মহিলার ভাই এবং তাঁর দুই মেয়ে৷ তাঁরা সকলেই ওমিক্রনে আক্রান্ত৷ তাঁরা সকলেই পুনের শহরতলির বাসিন্দা। পাশাপাশি ফিনল্যান্ড থেকে দেশে ফেরা এক ব্যক্তিও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন৷ 

অন্যদিকে রাজস্থানে একই পরিবারের ৯ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪ জন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন৷ রবিবার সকালে জানা যায়, তানজানিয়া থেকে ফেরা ৩৭ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত৷  প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম ভারতের কর্ণাটকে ২ ব্যক্তির শরীরে ওমিক্রনের হদিশ মেলে। তাঁদের মধ্যে একজনের বয়স ৬৬ বছর, অপরজনের বয়স ৪৬ বছর৷ এরই মধ্যে জানা যায় ওমিক্রন আক্রান্ত বছর ৬৬-র ওই ব্যক্তি বেঙ্গালুরু থেকে দুবাই চলে গিয়েছেন৷ গত ২৭ নভেম্বর বিমানে চাপেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *