বাড়তি নম্বর বাতিল হওয়ায় ১৫৬৩ জনের পরীক্ষা নেয় এনটিএ, প্রকাশিত নিট ইউজির রি-টেস্টের ফল

কলকাতা: বাড়তি নম্বর বাতিল হওয়ার পর সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের ১৫৬৩ জন পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছিল জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ। এবার সেই…

কলকাতা: বাড়তি নম্বর বাতিল হওয়ার পর সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের ১৫৬৩ জন পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছিল জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ। এবার সেই পরীক্ষার ফল প্রকাশিত হল। শুক্রবারই ওই পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে৷ ওয়েবসাইটে গেলেই ফলাফল দেখা যাবে। রবিবার প্রকাশ করা হয়েছে চূড়ান্ত উত্তরপত্র (আনসার কি)৷

 

নিটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্কের শুরু৷ দেখা যায় একসঙ্গে ৬৭ জন প্রথম হয়েছে৷ তাঁদের প্রাপ্ত নম্বর ৭২০-র মধ্যে ৭২০। এছাড়াও পরীক্ষাকেন্দ্রে সময় কম পাওয়া কয়েক জনকে বাড়তি কিছু নম্বর দেওয়া হয়। সুপ্রিম কোর্টে মামলা গড়ালে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, বাড়তি নম্বর বাতিল করে দেওয়া হবে। এর ফলে ১৫৬৩ জনের নম্বর কমে যায়৷ বলা হয়, তাঁরা চাইলে আবারও পরীক্ষা দিতে পারেন। তবে তা ঐচ্ছিক। দ্বিতীয়বার পরীক্ষায় বসে ৮১৩ জন৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *