কলকাতা পুরসভার ওয়েবসাইটে NPR ফর্ম! কীর্তি ফাঁস মেয়রের

কলকাতা পুরসভার ওয়েবসাইটে NPR ফর্ম! কীর্তি ফাঁস মেয়রের

কলকাতা:  এনসিএ ও এনপিআরের বিরোধীতায় খড়্গহস্ত শাসকদল তৃণমূল কংগ্রেস।আর এবার কিনা সেই এনপিআরের ফর্ম মিলল তৃণমূল পরিচালিত কলকাতা পুরনিগমের ওয়েবসাইটে! যদিও পুরনিগমের কর্তাদের দাবি তাঁদের ওয়েবসািটটি হ্যাক হয়ে গিয়েছে।

গত শনিবারই নিগমের মাসিক অধিবেশনে রত্না সুরের আনা প্রস্তাবের প্রেক্ষিতে প্রবল বিতর্ক জন্ম বেঁধেছিল। বিরোধী বামফ্রন্টের কাউন্সিলর অভিযোগ করেছিলেন রত্না সুরের প্রশ্নটি সবার মধ্যে দিয়ে বুঝতে পারা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আদতে সিএএ-র পক্ষে সওয়াল করছে। এবার একধাপ এগিয়ে কলকাতা পুরনগমের ওয়েবসাইটে দেখা গেল এনপিআরের ফ্রম, যা নিয়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছে।পুর কর্তৃপক্ষের অবশ্য দাবি , দুই-তিনদিন আগেই কলকাতা পুরনিগমের ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছে। কেউ একজন হ্যাক করে সেখানে ২০১০ সালের এনপিআরের ফ্রম আপলোড করেছে।

এবিষয়ে মেয়র জানান, ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে নিউমার্কেট থানা ও লালবাজার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু পুরনিগম এবং সরকারের ভাবমূর্তি প্রশ্ন এসে দাঁড়িয়েছে, ইতিমধ্যেই অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ফর্ম প্রকাশ্যে আসতেই তা সরিয়ে দেওয়া হয়েছে।এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্বন্ধ আছে কিনা প্রশ্ন করা হলে তিনি জানান, কোনও সন্দেহ নেই যে কর্পোরেশনের মধ্যের কোনও আধিকারিক বা কর্মী এ কাজটি করেছেন। তাকে চিহ্নিত করা হোক, তারপর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা জানা যাবে। ঠিক যখন ‘কাগজ আমরা দেখাবো না’ শব্দে আসমুদ্রহিমাচল গর্জে উঠছে।

এ রাজ্যের শাসক বিরোধী বাম কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। প্রায় প্রতিদিনই নিয়ম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ছাত্র সংগঠনের মঞ্চে গিয়ে বসছেন বক্তব্য রাখছেন নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে। এমতবস্থায় পুরনিগমের ওয়েবসাইট এএনপিআর-এর ফ্রম প্রকাশ হওয়াতেই সবাভাবিক ভাবেই অস্বস্তি পরিবেশ সৃষ্টি হয়েছে পুরনিগমের অন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − ten =