এবার কুষ্ঠি বিচার করবে AI, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে নয়া প্রযুক্তি

এবার কুষ্ঠি বিচার করবে AI, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে নয়া প্রযুক্তি

কলকাতা:  ভাগ্য নির্ধারণ করতে কুষ্ঠি বিচার অনেকের কাছেই মাস্ট৷ ভবিষ্যৎ জানতে পণ্ডিত কিংবা জ্যোতিষীদের দরবারে ভিড় জমান বহু মানুষই। আগাম বিপদ থেকে পরিত্রাণ পেতে মোক্ষম অস্ত্র কুণ্ডলি৷ অর্থের বিনিময়ে জ্যোতিষী বা পণ্ডিতরা কুষ্ঠি বানিয়ে থাকেন। বিবাহের আগে পাত্র-পাত্রীর কুষ্ঠি বিচারের চল আমাদের দেশে বহুল৷ কার্যত সবক্ষেত্রেই ডাক পড়ে জ্যোতিষী বা পুরোহিতদের৷ সেই রীতিতেই এবার পরিবর্তন ঘটতে চলেছে৷ পরিবর্তন আসছে এআইয়ের হাত ধরে। কৃত্তিম সঞ্চালক, রান্নার রেসিপি, চিকিৎসাক্ষেত্রে ইতিমধ্যেই ঢুকে পড়েছে এআই ওরফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার এআই-ই আপনার কুষ্ঠি বিচার করে দেবে।

সম্প্রতি, কুণ্ডলি জিপিটি নামের একটি সাইট এসেছে। এই সাইটটি তৈরি করেছে নিট সুরাতের প্রাক্তন ছাত্র রাজ সুতারিয়া৷ এটি এআই-চালিত চ্যাটবট ওয়েবসাইট-কুণ্ডলি জিপিটি৷ এর সাহায্যে ইউজাররা খুব সহজেই নিজেদের ভাগ্য জানতে পারবেন৷ ভবিষ্যত নিয়ে যা যা প্রশ্ন করা হবে, তাই তাই উত্তর দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু তাই নয়, একজন অভিজ্ঞ জ্যোতিষীর মতো আপনার সংক্ষিপ্ত কুষ্ঠিও বিচার করে দেবে এআই। কুণ্ডলি জিপিটির নির্মাতাদের দাবি, সম্পূর্ণ এআই চালিত এই চ্যাটবটটি সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম ছকে গ্রহের অবস্থান দেখে ভাগ্য গণনা করে দেবে। এর জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে৷

প্রথমেই আপনাকে kundligpt.com/-এ কুণ্ডলী GPT AI ওয়েবসাইটে যেতে হবে৷ সেখানে পছন্দমত ভাষা নির্বাচন করতে হবে। আপাতত চ্যাটবটে ইংরেজি, হিন্দি, মারাঠি, বাংলা-সহ মোট ১২টি ভাষা রয়েছে। কুষ্ঠি তৈরির জন্য চ্যাটবট আপনার নাম, জন্ম তারিখ সহ আরও কিছু তথ্য জানতে চাইবে। জ্যোতিষ সংক্রান্ত রিডিং পেতে ‘সাবমিট’ অপশনটি ক্লিক করলেই আপনার ভবিষ্যৎ বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =