notice
কলকাতা: বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সঙ্গীতের অবমাননার অভিযোগ আনা হল বিজেপির ছ’জন বিধায়কের বিরুদ্ধে৷ তাঁদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল শাসক তৃণমূল শিবির। আজ, শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, শিখা চট্টাপাধ্যায়, বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডলের বিরুদ্ধে রাজ্য সঙ্গীতের অবমাননা, বাধাদান ও অধিবেশনে গোলমালের অভিযোগ আনা হয়েছে৷
তৃণমূল পরিষদীয় দলের তরফে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টাপাধ্যায় ও মুখ্যসচেতক নির্মল ঘোষ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু-সহ ছয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নোটিস জমা দেন। অধ্যক্ষ ওই নোটিসটি গ্রহণ করেন এবং বিধানসভায় তা পড়ে শোনান। এর পরেই তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, ‘‘এই নিয়ে মোট ছ’বার আমার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনা হল। এই সবে আমরা তোয়াক্কা করি না।’’