বাংলায় যতটা কর্মসংস্থান হওয়ার কথা ছিল, ততটা হয়নি: পার্থ

বাংলায় যতটা কর্মসংস্থান হওয়ার কথা ছিল, ততটা হয়নি: পার্থ

কলকাতা: প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেন,  রাজ্যে কর্মসংস্থান বেড়েছে৷ কমেছে বেকারত্ব৷ মা-মাটি-মানুষের সরকার গত সাড়ে আট বছরে প্রায় এক কোটি চাকরি দিয়েছে বলেও মাঝেমধ্যে মন্তব্য করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী জানিয়ে দিলেন, বাংলায় যতটা কর্মসংস্থান হওয়ার কথা ছিল, ততটা হইতো হয়নি৷ তবে চেষ্টা চলছে৷

নাগরিকত্ব আইনের প্রতিবাদে মাঠে নেমেছে তৃণমূল৷ নাগরিকত্ব আইনের স্বপক্ষে অভিনন্দন যাত্রা শুরু করেছে কেন্দ্রের শাসক বিজেপি৷ আর এই নাগরিক আইনের উত্তাপের মধ্যে ফের প্রাসঙ্গিত দেশ ও রাজ্যের বেকারত্বের প্রসঙ্গ৷  রাজ্যের বেকারত্ব ঢাকতেই তৃণমূল নাগরিক আইনের প্রতিবাদ করছে৷ দিলীপ ঘোষের এই মন্তব্যে পাল্টা শিক্ষামন্ত্রী মন্তব্য, কেন্দ্রের বিজেপি সরকারের আমলে ৪৫ বছরে দেশে সর্বোচ্চ বেকারত্ব বেড়েছে৷ আর সেই দলের নেতারা কি না বাংলার বেকারত্ব নিয়ে কথা বলছেন?

আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষণকে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী৷ সেখানে কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রীর মন্তব্য, ‘‘বেকারত্ব নিয়ে কথা বলছেন? ৪৫ বছরে দেশে যা ঘটেনি তা বিজেপির সরকারের আমলে তাই হয়েছে৷ সবথেকে বেকারত্ব বেড়েছে৷ আর তারাই কি না পশ্চিমবঙ্গের কথা বলছেন৷ জাতীয় গড়ের থেকেও পশ্চিমবঙ্গের অনেক ভালো৷ তার মানে এই নয়, বেকারত্ব চলে গিয়েছে৷ আমরা তো অন্য দলের মতো বলতে পারি না, বছরে দুকোটি চাকরি দেব কিংবা এটাও বলতে পারি না বাজেটে লক্ষ লক্ষ চাকরির অনুমোদন দেওয়া হয়েছে৷ আমরা আমাদের রাজ্যের বেকারির হার কমিয়ে এনেছি৷ আমরা চেষ্টা করেছি চাকরি দেওয়ার৷  বাঁচানোর চেষ্টা করেছি৷ ক্ষুদ্র শিল্পে আমাদের চাকরি বেড়েছে৷ বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ বেড়েছে৷ কিন্তু যতটা হওয়ার ততোটা হয়তো হয়নি৷ আমরা চেষ্টা করছি, আরও বেশিসংখ্যক কর্মসংস্থান করার৷ উপায় খুঁজে বার করার৷ সেই কাজে মুখ্যমন্ত্রীর নিজে সচেষ্ট আছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =