সুদের টাকা না মেটানোর শাস্তি! রেললাইনে বেঁধে রাখা হল সরকারি কর্মীরে, পা কাটল ট্রেনে

সুদের টাকা না মেটানোর শাস্তি! রেললাইনে বেঁধে রাখা হল সরকারি কর্মীরে, পা কাটল ট্রেনে

15e1d5c2cafb38551643333e7bc33c15

বর্ধমান: টাকা ধার নিয়েছিলেন অনেক দিন আগে৷ সময় পেরলেও তা শোধ দিতে পারেননি৷ এমনকি সুদও মেটাতে পারেননি৷ সেই অভিযোগেই তুলে আনা হয়এক সরকারি কর্মীকে৷ বেঁধে দেওয়া হয় রেল লাইনে৷ ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর একটি পা।  অন্য পা-ও বেশ জখম। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি। ট্রেনের চাকায় তাঁর বাম পা কাটা পড়েছে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন- অনশন মঞ্চ থেকে নিখোঁজ তিন! ‘ওঁদের গায়ে আঁচ লাগলে লাশ দেখবেন মাননীয়া’

গুরুতর আহত অবস্থায় রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে ওই সরকারি কর্মীকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন চলছে তাঁর। হাসপাতালের বেডে শুয়ে নিজের পুরো ঘটনার কথা জানান রুদ্রভৈরব৷ জানান, অফিসের এক সহকর্মী এবং তাঁর বন্ধুর থেকে চড়া সুদে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। মূল টাকার পুরোটাই শোধ হয়ে গিয়েছে। কিত্নু, সুদ হিসেবে আরও কয়েক লক্ষ টাকা দাবি করে তাঁরা। সেই টাকা মেটানো সম্ভব হয়নি তাঁর পক্ষে৷ গত কয়েকদিন ধরেই সুদের টাকা মেটানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল।

এর পরেই তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিবলুন গ্রামের বাড়ি থেকে কাটোয়ার বাড়িতে ফিরছিলেন তিনি৷ সেই সময় ২ জন মোটর বাইক নিয়ে তাঁর পথ আটকায়৷ তার পর কিছু একটা খাইয়ে দেয় তাঁকে৷ সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়েন৷ এর পরেই রেল লাইনে বেঁধে দেওয়া হয় তাঁকে৷ 

বৃহস্পতিবার কাটোয়া আজিমগঞ্জ লাইনের পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শিবলুন স্টেশনের অম্বলগ্রাম রেল লাইনের কাছে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷