বিহারে লাইনচ্যুত কামাক্ষ্যাগামী ট্রেনের ২১ কামরা! দুর্ঘটনায় মৃত বেড়ে ছয়, আহত বহু

বিহারে লাইনচ্যুত কামাক্ষ্যাগামী ট্রেনের ২১ কামরা! দুর্ঘটনায় মৃত বেড়ে ছয়, আহত বহু

northeast express

পাটনা: করমণ্ডল এক্সপ্রেসের বিভীষিকা আজও ভুলতে পারেনি দেশ৷ সেই স্মৃতি উস্কে দিল বিহারের রঘুনাথপুর৷ বুধবার রাত সাড়ে ৯টার কিছু পর বক্সার জেলায় দুর্ঘটনার কবলে পড়ে এক্সপ্রেস ট্রেন৷ রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ছ’টি বগি। ট্রেনটি দিল্লির আনন্দ বিহার থেকে কামাক্ষ্যার দিকে যাওয়ার সময় বিহারে দুর্ঘটনাটি ঘটে৷ এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু করে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ রয়েছেন রেলের আধিকারিকরাও। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা ১০০৷ মৃতের সংখ্যা বেড়ে ৬। 

জানা গিয়েছে, নর্থ-ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। তিনটি এসি কামরার মধ্যে দু’টি ছিটকে পড়ে লাইনে। রেল সূত্রে খবর, ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলছিল। গতরাত ৯টা ৩৫ মিনিট নাগাদ বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়৷ দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত৷ দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন৷ বহু ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দুর্ঘটনার পরেই হেল্পলাইন চালু করা হয়েছে রেলের তরফ থেকে-

পটনা হেল্পলাইন- ৯৭৭১৪৪৯৯৭১

দানাপুর হেল্পলাইন- ৮৯০৫৬৯৭৪৯৩

কম কন্ট্রোল- ৭৭৫৯০৭০০০৪

আরা হেল্পলাইন- ৮৩০৬১৮২৫৪২

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =