নিকাহ সেরেই স্ত্রীকে কোলে তুলে চুম্বন নোবেলের, জোর করে তুলে এনেছেন! অভিযোগ সালসাবিলের

নিকাহ সেরেই স্ত্রীকে কোলে তুলে চুম্বন নোবেলের, জোর করে তুলে এনেছেন! অভিযোগ সালসাবিলের

nobel

ঢাকা: বিতর্ক তাঁর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে৷ তাঁর গান নিয়ে যতটা না চর্চা হয়, তার চেয়ে অনেক বেশি চর্চা হয় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে৷ বিতর্কও কম নেই তাঁকে ঘিরে৷ মাদক সেবন থেকে নারী আসক্তি, সব বদগুণই রয়েছে তাঁর৷ এবার চতুর্থবার নিকাহ সেরে ফোকাস কাড়লেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল৷ জীবনসঙ্গীকে কোলে তুলে চুম্বন করতেই ছবি ভাইরাল৷ লিপকলের ছবি দিয়েই চতুর্থবার বিয়ের খবর জানালেন গায়ক৷ 

এপাড় বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র মঞ্চ থেকেই খ্যাতির শিখর ছুঁয়েছেন নোবেল৷ সঙ্গীত জগতে পরিচিতি গড়ে উঠেছে তাঁর৷ তবে রিয়্যালিটি শো-এর পর গানের চেয়ে তাঁকে ঘিরে বিতর্কই হয়েছে বেশি৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অশালীন মন্তব্য থেকে আগাম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার মতো অভিযোগে মামলা হয়েছে নোবেলের বিরুদ্ধে। এমনকী তাঁর বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগও। নেট পাড়ায় একের পর এক ঔদ্ধত্যপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত মন্তব্যে বরাবর বিতর্কের শিরোনামে থেকেছেন মইনুল আহসান নোবেল। গায়কের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার অন্ত নেই৷  

প্রথম স্ত্রী রিমির সঙ্গে খুব কম দিনই সংসার করেছেন নোবেল৷ রিমির সঙ্গে বিচ্ছেদের পর এক আত্মীয়র কন্যাকে বিয়ে করেন৷ সেই বিয়ে ভাঙতেই সালসাবিলকে কবুল করেন গায়ক৷ সেই সংসারও সুখের হয়নি৷ অল্প দিনের মধ্যেই তিক্ততা গ্রাস করে৷ সালসাবিল চেয়েছিলেন নোবেলকে নেশা ছাড়িয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে৷ কিন্তু সে কজে তিনি ব্যর্থ৷ পরবর্তীতে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও আনেন সালসাবিল৷ 

তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ছ’মাসের মধ্যেই ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশি গায়ক৷ ফুড ব্লগার ফারজান আরশির সঙ্গে নিকাহ সেরে ফেললেন তিনি৷ এটি ফারজানারও দ্বিতীয় বিয়ে৷ এর আগে নাদিম আহমেদ নামে এক ফুড ব্লগারের সঙ্গে সংসার পেতেছিলেন ফারজান৷ এখনও ফারজানার সোস্যাল মিডিয়া পেজে প্রাক্তন স্বামীর সঙ্গে একাধিক ছবি জ্বলজ্বল করছে। তাঁদের আদৌ আইনত বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়েও অনেকের মনে ধন্দ রয়েছে। এরই মাঝে নোবেলর চতুর্থ বিয়ে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য তাঁর প্রাক্তন স্ত্রীর। 

নোবেলের সম্পর্ক নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে মুখ খোলেন সালসাবিল৷ তিনি বলেন, খুলনার ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে সাত বছরের প্রেম ছিল তাঁর স্ত্রী আরশির। ২০২১ সালের গোড়ার দিকে বিয়ে করেন তাঁরা। দুই বছরের সংসার তাঁদের। সেই সংসার ছেড়ে এখন নোবেলের কাছে চলে এসেছে৷

সালসাবিলের জানান, তাঁর সঙ্গে নাদিমের কথা হয়েছে। তিনি স্ত্রীকে ফিরে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন। তবে সালসাবিলের সন্দেহ, আদৌ আরশির ডিভোর্স দিয়েছে কি না৷ কারণ এ বিষয়ে কোনও তথ্য নেই। নোবেল মেয়েটিকে জোর করে তুলেও নিয়ে আসতে পারে বলেও সন্দেহ তাঁর। সালসাবিলের কথায়, কতদিন নোবেল নতুন সম্পর্কে থাকেন, সেটাই দেখার৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =