ষষ্ঠী থেকে অষ্টমী থাকবে রোদ ঝলমলে আকাশ, তার পর? পুজোয় আবহাওয়ার বড় আপডেট

ষষ্ঠী থেকে অষ্টমী থাকবে রোদ ঝলমলে আকাশ, তার পর? পুজোয় আবহাওয়ার বড় আপডেট

কলকাতা: নিম্নচাপের জেরে টানা প্যাচপেচে বৃষ্টির পর উৎসব মুখর বাঙালির মনে একটাই প্রশ্ন ঘুরপার খাচ্ছিল, পুজোয় বৃষ্টি হবে না তো?  এদিকে, সোশ্যাল মিডিয়া জুড়ে চোখে পড়ছিল নিম্নচাপ, ঘূর্ণিঝড় নিয়ে একের পর এক পোস্ট৷ যা উদ্বেগ আরও বাড়াচ্ছিল৷ তবে শেষ পর্যন্ত সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানাচ্ছে, দুর্গা পুজোয় দুর্যোগের কোনও সম্ভাবনা নেই৷ বরং বেশ মনোরম আবহাওয়াতেই হবে মাতৃ বন্দনা৷ ষষ্ঠী থেকে অষ্টমী, রোদ ঝলমলে থাকাবে আকাশ। ফলে দিন হোক বা রাত, প্যান্ডেল হপিং-এ থাকবে না কোনও বাধা৷ সেই সঙ্গে বাড়তি পাওনা হিসাবে মিলবে উত্তুরে হওয়ার ছোঁয়া৷ এই সময় পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে ও সন্ধ্যার ঘনালে হালকা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে, যে কোন মুহূর্তে তলপিতলপা গুটিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে বিদায় পর্ব শুরু হবে বর্ষার৷ 

গত কয়েকদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তা বাড়ছিল বঙ্গবাসীর। তবে কি এবার পুজোর চারটে দিন বৃষ্টিতে ভাসবে বাংলা? মনের কোনে উঁকি দিচ্ছিল আশঙ্কা৷  আপাতত যে ওয়েদার আপডেট মিলেছে, তাতে বৃষ্টির আশঙ্কা একেবারেই নেই। পুজোয় শুকনো থাকবে দুই বঙ্গই৷  উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। তবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। সোম, মঙ্গলবার থেকে একেবারে ঝকঝকে হয়ে যাবে উত্তরবঙ্গের আবহাওয়া।

দক্ষিণবঙ্গ জুড়ে এখন শুধুই শরতের আমেজ৷ চারিদিকে কাশফুলের গন্ধ৷ মেঘমুক্ত নীল আকাশে মনে রঙ লেগেছে বাঙালির। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শনিবার মহালয়ার দিনেও মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা মিলবে৷ দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও, ভারী বৃষ্টি হবে না। তবে বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে জলীয়বাষ্পের পরিমাণও কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চবে। আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে দখিনা বাতাসের জায়গা ধীরে ধীরে দখল নিয়ে শুরু করবে উত্তুরে হাওয়া৷ 

ফলে পুজোর চারটে দিন চুটিয়ে আনন্দ উপভোগ করবে বঙ্গবাসী৷  এই কটা দিন বাঙালির কাছে বড় আনন্দের। জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে উৎসবে মেতে গোটা রাজ্য৷  পুজোর কটা দিন আকাশের মুখভার দেখলে মনের কোনেও মেঘ জমে৷ তবে আর ভয় নেই৷ সুখবর শুনিয়েছে হাওয়া অফিস৷ আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগের আশঙ্কা নেই৷ তার উপর মিলবে বোনাসও৷ হ্যাঁ, অনেকটাই কমবে গরমের দাপট৷ স্বাভাবিকের থেকে উপরে উঠবে না তাপমাত্রা৷ ২০ অক্টোবর, শুক্রবার, মহাষষ্ঠী থেকে ২২ অক্টোবর রবিবার মহাষ্টমী পর্যন্ত আবহাওয়া মনোরম থাকবে। ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর দশমীতেও প্রায় একই রকম আবহাওয়া থাকার কথা। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশে দেখা যেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *