কলকাতা: বর্ষার মরশুম৷ কিন্তু বৃষ্টির দেখা নেই৷ উল্টে সপ্তাহান্তে ফের বাড়ছে তাপমাত্রার পারদ৷ রবিবার সকাল থেকেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ শনিবার আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও, কলকাতা ও সংলগ্ন এলাকায় তেমন বৃষ্টি হয়নি৷ কলকাতার আকাশ ছিল পরিষ্কার৷ রবিবারও একই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, রবিবারও শহরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হাওয়া আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশের আশেপাশে৷
হাওয়া অফিস জানাচ্ছে, শহরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলে, বিকেলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টি হতেও পারে। দিনভর চলবে রোদ-মেঘের খেলা। কখনও আকাশে ঝকঝক করবে সূর্যের তেজ, তখনও আবার তা ঢেকে দেবে মেঘ।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে৷
দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য হাপিত্যেশ করলেও এখনই সুখবর দিতে পারছে না আলিপুর৷ তবে ভিজবে উত্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার— এই ৫ জেলায় আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণে মৌসুমী বায়ু সক্রিয় না হলেও উত্তরে এই বায়ুর সক্রিয়তায় ভালোমতো বৃষ্টি হবে৷