patient
কলকাতা: সরকারি হাসপাতালে আসা রোগীকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাইয়ে দিতে প্রাইভেট বা বেসরকারি নার্সিংহোমে আর ‘রেফার’ নয়৷ তেমনটা হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেখানকার চিকিৎসকদের। পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, এখন সরকারি স্বাস্থ্য পরিষেবা অনেকটাই উন্নত। তাই কোনও রোগীকে যদি প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তা বেআইনি হিসেবে পরিগনিত হবে। সংশ্লিষ্ট চিকিৎসক রাজ্যের আর কোথাও স্বাস্থ্যসাথী কার্ডে কোনও রোগীর চিকিৎসা করতে পারবেন না বলেও সাফ জানানো হয়েছে। পাশাপাশি, এতদিন কোল্ড অর্থোপেডিক কেসে মালদহ এবং মুর্শিদাবাদ জেলার রোগীদের বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসায় নিষেধাজ্ঞা ছিল। এবার গোটা রাজ্যেই সেই নিষেধাজ্ঞা প্রযোজ্য হল। স্বাস্থ্য দফতর জানিয়েছে, মহকুমা এবং তার উপরের স্তরের সরকারি হাসপাতাল লিখিতভাবে না জানালে কোল্ড অর্থোপেডিক কেসে আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে না।