সুখবর! SBI সেভিংস অ্যাকাউন্টে লাগবে না ন্যূনতম ব্যালেন্স, নয়া সুদ নীতির ঘোষণা

সুখবর! SBI সেভিংস অ্যাকাউন্টে লাগবে না ন্যূনতম ব্যালেন্স, নয়া সুদ নীতির ঘোষণা

3 stocks recomended

নয়াদিল্লি: এসবিআই গ্রাহকদের জন্য সুখবর৷ ৪৪.৫১ কোটি  গ্রাহকদের জন্য সংবাদ দিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই৷ আজ এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এখন থেকে সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ন্যূনতম ব্যালান্স আর রাখতে হবে না৷ সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ফ্ল্যাট ৩ শতাংশ হারে পাওয়া যাবে সুদ৷

বর্তমানে, এসবিআই সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের মেট্রো শহরে জন্য ৩ হাজার টাকা ন্যূনতম টাকা রাখতে হত৷ শহরতলী এলাকার জন্য ২ হাজার ও গ্রামীণ  এলাকার জন্য ১ হাজার টাকার মাসিক ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল৷ আর সেই টাকা না থকলে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত জরিমানা নিত এসবিআই৷ কিন্তু, আগামী পয়লা এপ্রিল থেকে তা আর লাগবে না৷

এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এসবি অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার বিধি তুলে ফ্ল্যাটে ৩ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হবে৷ বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে ১ লাখ টাকা পর্যন্ত আমানতের জন্য সুদের হার ৩.২৫ শতাংশ এবং এক লাখ টাকার উপরে আমানতের জন্য ৩ শতাংশ হারে সুদ দেওয়া হত৷ এখন সেই সীমা তুলে সবাইকে বার্ষিক ৩ শতাংশ হারে সুদ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷
অন্যদিকে, খুচরো মেয়াদি আমানতে সুদের হার বেশ খানিকটা কমানো হয়েছে৷ ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে রাখা সুদের হার এতদিন ছিল ৪.৫শতাংশ৷ এখন তা কমে হয়েছে মাত্র ৪ শতাংশ৷প্রবীনদের ক্ষেত্রে এখন খুচরো মেয়াদি আমানতে সুদের হার দাঁড়িয়েছে ৪.৫ শতাংশ৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিনের খুচরো মেয়াদি আমানতে সুদের হার সাধারণের জন্য ৫%৷ এখন তার কোন পরিবর্তন হয়নি৷  সাধারণরা ৫ শতাংশ হারে সুদ পাবেন৷ একই সঙ্গে প্রবীণ নাগরিকরাও ৫.৫ শতাংশ হারে সুদ পাবেন৷

১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত মেয়াদি আমানতে সুদের হারে ও অপরিবর্তিত রাখা হয়েছে৷ ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত আমানতে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে৷ এখন পাওয়া যাচ্ছে ৫.৫ শতাংশ হারে৷ প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৬% হারে সুদ৷ ১ বছর থেকে ২ বছর পর্যন্ত আমানতে সুদের হার কমেছে৷ আগে ছিল ৬%৷ এখন তা হয়েছে ৫.৯ শতাংশ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার কমেছে ১ বেসিস পয়েন্ট৷ ৬.৫% থেকে এখন সুদের হার ৬.৪% দাঁড়িয়েছে৷ ২ বছর থেকে ৩ বছর পর্যন্ত আমানতে সুদের হার ছিল ৬ শতাংশ৷ এখন হল ৫.৯ শতাংশ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ছিল ৬.৫ শতাংশ৷ এখন হয়েছে ৬.৪ শতাংশ৷

৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত আমানতে সুদের হার ছিল ৬ শতাংশ৷ এখন হয়েছে ৫.৯ শতাংশ৷ প্রবীণদের ক্ষেত্রে এতদিন ছিল ৬.৫ শতাংশ৷ এখন হল ৬.৪%৷ ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত আমানতের সুদের হার ছিল ৬ শতাংশ৷ এখন হয়েছে ৫.৯ শতাংশ৷ প্রবীণদের ক্ষেত্রে ছিল ৬.৫ শতাংশ৷ এখন হয়েছে ৬.৪ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =