‘পরিযায়ী’ লকেটকে চাপিয়ে দেবেন না! বিজেপি’র নামে পোস্টার পড়ল শ্রীরামপুর জুড়ে

‘পরিযায়ী’ লকেটকে চাপিয়ে দেবেন না! বিজেপি’র নামে পোস্টার পড়ল শ্রীরামপুর জুড়ে

locket chatterjee

কলকাতা:  সামনেই লোকসভা ভোট। এখন থেকেই প্রার্থী নিয়ে শুরু হয়েছে জল্পনা। ২০১৯ সালের লোকসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্রে থেকে জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধেই পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। তাতে স্পষ্ট লেখা, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’’ এ কথার নীচে বন্ধনীতে লেখা, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।’ শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর-সহ একাধিক জায়গায় এই পোস্টার ছেয়ে গিয়েছে৷ যা নিয়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, ‘‘লকেট চট্টোপাধ্যায় ফের হুগলি থেকে জিতে সাংসদ হবেন। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই এই পোস্টার দিয়েছে তৃণমূল। এ সব করে লাভ নেই। ৪০০ আসনে জিতে ফের সরকার গড়বে বিজেপি। নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হবেন।’’ পাল্টা তৃণমূলের হুগলি জেলার সহ-সভাপতি তথা বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘শুনলাম, শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার দিয়েছে বিজেপি। বাংলায় ৪২টা আসনেই তৃণমূল জিতবে, কোথাও পালিয়ে বাঁচতে পারবে না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =