হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্যে ১৪৪ ধারা জারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্যে ১৪৪ ধারা জারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

4cc67e0bdc216c4b536ec6f302479dd4

মুম্বই:  ফের হু হু করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। ভারতে আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে জারি করা হল ১৪৪ ধারা৷ একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ 

আরও পড়ুন- দুয়ারে দ্বিতীয় ঢেউ! ফের আক্রান্তের সংখ্যায় বিশ্বের দ্বিতীয় স্থানে ভারত

পরিস্থিতি জটিল হলেও লকডাউনে সায় নেই রাজ্য সরকারের৷  তাই লকডাউনের বদলে ১৪৪ ধারা জারি করা হল৷ বলা হয়েছে বুধবার রাত ৮টা থেকে লাগু হবে ১৪৪ ধারা৷ এর আগে ইতিমধ্যেই জারি করা হয়েছিল করোনা কারফিউ৷ কিন্তু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ ১৫ মে পর্যন্ত রাজ্যে ১৪৪ ধারা লাগু থাকবে বলে জানানো হয়েছে৷ পাশাপাশি বলা হয়েছে জরুরি পরিষেবা করোনা কারফিউয়ের মধ্যে পড়বে না৷ জরুরি পরিষেবার সঙ্গ যুক্ত কর্মীদের জন্য চালু থাকবে গণপরিবহণ ব্যবস্থাও। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৫২ হাজার মানুষ৷ 

বলা হচ্ছে, রাজ্যে ১৪৪ ধারা জারি করা হলে অবাঞ্ছিত ভিড় এড়ানো সম্ভব হবে৷ সাধারণত বিক্ষোভ কিংবা সাম্প্রদায়িক হিংসা রুখতেই এই ধারা জারি করা হয়ে থাকে৷ কিন্তু যে ভাবে সংক্রমণ মাথা চাড়া দিয়ে উঠেছে, তাতে পরিস্থিতি মোকাবিলায় আপাতত ১৪৪ –এর পথেই হাঁটতে চাইছে রাজ্য সরকার৷ বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে স্কল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান৷ 

পাশাপাশি কোনও রকম ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক জমায়েত করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে৷ উদ্ধব ঠাকরে বলেন, এহেন করোনা পরিস্থিতিতে রাজনীতি করার প্রয়োজন নেই৷ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করে সাহায্য চেয়েছেন বলেও জানা গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *