ভারতে কি এবার ছাপা হবে প্লাস্টিকের নোট? কী বলছে কেন্দ্র

ভারতে কি এবার ছাপা হবে প্লাস্টিকের নোট? কী বলছে কেন্দ্র

plastic notes

কলকাতা: আমাদের দেশে কাগজের উপরেই ছাপা হয় মুদ্রানোট। সেই কারণে খুব কম সময়ের মধ্য়েই নোটগুলি নষ্ট হয়ে যায়। এই সমস্যা মোকাবিলায় অনেক দেশেই নোট তৈরির জন্য বেছে নিয়েছে প্লাস্টিক। এমনকি প্রতিবেশি বাংলাদেশেও প্লাস্টিকের তৈরি নোটের প্রচলন রয়েছে৷ তবে কি এবার প্লাস্টিকের নোট আসবে ভারতেও? কারণ প্লাস্টিক এমন একটি উপাদান, যা সহজে নষ্ট হয় না। প্লাস্টিক প্রকৃতির সঙ্গে সহজে মিশে যায় না বলেই, দূষণ প্রতিরোধে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

মঙ্গলবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টি স্পষ্ট করেন অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধরী। এক লিখিত উত্তরে তিনি বলেন, প্লাস্টিকের নোট চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। ভারতীয় মুদ্রানোটগুলির স্থায়িত্ব কী ভাবে বাড়ানো যায় এবং নোট কী ভাবে জাল প্রতিরোধ করা যায়, সেই লক্ষ্য়ে নোটে সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির প্রচেষ্টা চলছে। কিন্তু প্লাস্টিকের নোট ছাপার বিষয়ে কোনও সিন্ধান্ত নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 3 =