গ্রামে বুথ নেই, ভোট বয়কট বাঁকুড়ার ভালুকবাসা গ্রামে

গ্রামে বুথ নেই, ভোট বয়কট বাঁকুড়ার ভালুকবাসা গ্রামে

বাঁকুড়া: ফের ভোট বয়কটের ডাক। এবারে বাঁকুড়ায়। “বুথ দিন ভোট নিন”, এই দাবিতে সরব হয়েছেন বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের ভালুকবাসা গ্রামের বাসিন্দারা। গোটা গ্রামের থেকে একটিও ভোট না দেওয়ার জন্য বিক্ষোভ দেখিয়ে গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসছে উত্তেজনার খবর। বিশেষ করে তৃণমূল ও বিজেপির তরজায় উত্তপ্ত হয়েছে দুই মেদিনীপুরের বিভিন্ন কেন্দ্র। এসবের মাঝেই পাওয়া গেল ভোট বয়কটের খবরও। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের পার্শ্ববর্তী ৪৩ নম্বর গ্রাম গ্রামের থেকে ভোট দিতে যাননি প্রায় ৬০০ জন গ্রামবাসী।

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামে প্রায় ৬০০ জন ভোটার থাকা সত্ত্বেও গ্রামের কোথাও বুথ হয়নি। ভোট দিতে গেলে প্রায় আড়াই কিলোমিটার দূরে বুথ কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরে গ্রামের অন্দরেই একটি ভোট কেন্দ্র করার কথা জানিয়ে কোনও লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। তারা জানিয়েছেন, “এই বয়কট প্রশাসনের ব্যর্থতা। আগামী দিনেও যদি ভালুকবাসা গ্রামে ভোট বুথ না হয়, সেক্ষেত্রে এই বয়কট জারি থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =