advocates
কলকাতা: হুগলির কোন্নগরে শিশু হত্যায় গ্রেফতার মা এবং তাঁর বান্ধবী৷ অভিযোগ, ছেলের খুনের পিছনে রয়েছে তার মায়েরই হাত৷ বুধবার দুপুরে নিহত শিশুর মা শান্তা শর্মা এবং ইফফাত পারভিনকে তোলা হয় শ্রীরামপুর আদালতে। কিন্তু, তাঁদের হয়ে সওয়াল করতে রাজি হননি কোনও আইনজীবীই। তদন্তের স্বার্থে দুই মহিলাকেই নিজেদের হেফাজতে নেয় পুলিশ। সওয়াল জবাবের পর দু’জনকেই নয় দিনের পুলিশি হেফাজত পাঠান বিচারক। অন্য দিকে, আট বছরের খুদে শিশু শ্রেয়াংশু শর্মার বাবা পঙ্কজ জানান, অপরাধী যেই হোক তাঁর সর্বোচ্চ সাজা চাই। এর পরই তাঁকে বলা হয়, অভিযুক্ত তো আপনার স্ত্রী? কাঁদতে কাঁদতে পুত্রহারা বাবা বলেন, ‘‘খুন যে-ই করুক, আমি চাই সর্বোচ্চ সাজা হোক। ফাঁসি হোক ফাঁসি। ১৩-১৪ বছর কারাদণ্ড হলেও অপরাধী আবার এক দিন বাইরে বেরিয়ে আসবে৷ এরা সমাজের জন্য ভয়ঙ্কর৷
কোন্নগরের আদর্শনগরে আট বছরের শিশু খুনের ঘটনায় এখনও রহস্যের কিনারা হয়নি। তদন্তকারীদের দাবি, সম্পর্কের টানাপড়েনের ‘শাস্তি’ পেতে হয়েছে নিরপরাধ ওক শিশুকে। অভিযোগ, শান্তা এবং তাঁর বান্ধবীর মধ্যে সমকামীতার সম্পর্কের জেরেই এই খুন৷