Digha Beach
কলকাতা: আজ মহাষষ্ঠী। মায়ের বোধন৷ পুজোর এই কটা দিন অন্য আবেগে ভাসে বাঙালি৷ ঠাকুর দেখা, শপিং-এর পাশাপাশি অবশ্যই জুড়ে যায় বেড়ানো। পুজোয় বহু মানুষ বাইরে ঘুরতে যান৷ এই সময় হোটেলের ঘর পাওয়া মুশকিল হয়ে যায়৷ আগে ভাবেই তাই ট্রেনের টিকিট, হোটেল বুকিং করে রাখেন ভ্রমণপিপাসু মানুষরা। তবে এ বছর সিকিমের আকস্মিক হড়পা বান ও বিপর্যয়ে সে রাজ্যে অনেকেই ট্যুর বাতিল করেছেন৷ এমনকী বেশ ফাঁকাই রয়েছে দিঘার সমুদ্র সৈকত৷ যা এক অচেনা ছবি৷ ছোটখাটো ছুটি পেলেও বাঙালি ছুটে যায় দিঘায়৷ তাছাড়া গোটা বছরও দিঘার সৈতকে ভিড় থাকে৷ তাহলে কোথায় গেলেন তাঁরা? খোঁজ নিয়ে জানা গেল, পুজোর ছুটিতে নাকি পুরীর সৈকতে সময় কাটাতে যাচ্ছেন এ রাজ্যের মানুষ। এদিকে, দিঘা প্রায় জনশূন্য।
অথচ গত বছর ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। পুজোয় ভিড় উপচে পড়েছিল দিঘায়। আগাম বুকিং না করে যাঁরা হঠাৎ করেই পুজোর মাঝে দিঘায় গিয়েছিলেন, তাঁদের রীতিমত বিপদে পড়তে হয়েছিল। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভিড়ে ঠাসা ছিল সৈকত৷ কিন্তু এই বছর খাঁ খাঁ করছে দিঘা৷ হোটেল মালিকরা জানাচ্ছেন, ভিড় তো দূর, বলা যেতে পারে দিঘার সমুদ্র সৈকত প্রায় জনশূন্য৷ অল্প-বিস্তর আগাম বুকিং হয়েছে ঠিকই, তবে এখনও ফাঁকাই পড়ে রয়েছে অধিকাংশ হোটেলের ঘর। দেখা মেলেনি চেনা ছবির৷