সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী সেই নীতীশ! বিহারের মন্ত্রিসভায় চমক

মোট সপ্তমবারের পাশাপাশি পরপর চারবার বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন নীতীশ।

পাটনা: বিহারের নির্বাচনী ফল প্রকাশের পরেই বিজেপি দাবি করেছিল, প্রতিশ্রুতি মতোই কাজ করবে তারা। এক কথায় বলা হয়েছিল, কোন জল্পনা নেই, বিহারের মুখ্যমন্ত্রী পদে বসবেন নীতীশ কুমারই। অবশেষে সে কথা মতোই কাজ। সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। একইসঙ্গে জোড়া উপমুখ্যমন্ত্রী পেল রাজ্য। একসঙ্গে শপথ নিলেন তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী।

মোট সপ্তমবারের পাশাপাশি পরপর চারবার বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন নীতীশ। যদিও অন্য বছরগুলির মত পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবছর তেমন ভিড় দেখা যায়নি, অনুষ্ঠানও সাদামাটা করা হয়েছে। তার কারণ অবশ্যই করোনাভাইরাস পরিস্থিতি। এদিন বিকেলে সাড়ে চারটের সময় মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করেন নীতীশ কুমার, তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। এদিকে জোড়া উপ মুখ্যমন্ত্রী হিসেবে তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী শপথ নেওয়ার পর কিঞ্চিত জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। উপমুখ্যমন্ত্রী হিসেবে সুশীল মোদির নাম বাদ যাওয়ায় কিছুটা হলেও শোরগোল সৃষ্টি হয়েছে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, হয়তো ভবিষ্যতের জন্য বিজেপি তরফে নীতীশ কুমারকে ইঙ্গিত দেওয়া হল। এদিকে দুজন উপমুখ্যমন্ত্রী নিযুক্ত করিয়ে তাঁকে বিজেপি চাপে রাখতে চাইছে বলেও দাবি করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের তরফে। 

 

এদিকে এই শপথ অনুষ্ঠান বয়কট করেছে তেজস্বীর দল আরজেডি। তিনি অবশ্য আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন না। তেজস্বীর দাবি, সাধারণ মানুষের জনমত এনডিএ-র বিরুদ্ধে ছিল, বিজেপি কারসাজি করে সেই জনমত বদলে দিয়েছে। তাই ফের একবার বিজেপি জোট নির্বাচিত হওয়ায় কার্যত ক্ষুব্ধ হয়ে রয়েছেন তেজস্বী যাদব। তবে সুশীল মোদিকে উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা আপাতত সব ইস্যুর কেন্দ্রবিন্দুতে।বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভায় বিজেপির নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন সুশীল কুমার মোদী। সূত্রের খবর, তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করছে বিজেপি। তবে এনিয়ে দলের তরফে কোনও কিছু জানানো হয়নি।তবে সেসবকে গুরুত্ব না দিয়ে সুশীল কুমার মোদী টুইট করেন, গত ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিজেপি ও সংঘ পরিবার আমাকে অনেক কিছুই দিয়েছে। যে দায়িত্ব আমাকে দেওয়া হবে তা পালন করার চেষ্টা করব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 8 =