সাংবাদিকদের করোনা যোদ্ধাদের তালিকায় রাখার দাবি নীতীশের

সাংবাদিকদের করোনা যোদ্ধাদের তালিকায় রাখার দাবি নীতীশের

 
পাটনা: সাংবাদিকদেরও প্রথম সারির করোনা যোদ্ধাদের তালিকায় রাখার দাবি জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ এমনকি বয়সের বিধিনিষেধ না রেখে সমস্ত সাংবাদিককে করোনা ভ্যাকসিন দেওয়ারও দাবি করলেন তিনি৷ তিনি এক সংবাদমাধ্যমের কাছে এই মত প্রকাশ করেছেন৷ 

এই বছরের শুরু থেকে জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়া শুরু হয় ৷ প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হয়েছিল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ৷ দ্বিতীয় পর্যায়ে পুলিশকর্মী এবং তৃতীয় পর্যায়ে প্রবীণ নাগরিকদের টিকা দেওয়ার পর থেকে ৫০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের করোনার টিকা দেওয়া শুরু হয়৷ এখন ৪৫ বছরের বেশি বয়সিদের করোনা টিকা দেওয়া হচ্ছে ৷ তবে প্রথম সারির করোনা যোদ্ধাদের তালিকায় অনেক পেশাকে রাখা হলেও, সেখানে সাংবাদিকদের নাম বাদ ছিল ৷ অথচ করোনা নামক অতিমারিতে অন্যান্য প্রথম সারির করোনা যোদ্ধাদের মতোই সাংবাদিকরাও রাস্তায় নেমে কাজ করেছেন এবং খবর সংগ্রহ করেছেন ৷ শুক্রবার সেই বিষয়টিকে সামনে রেখেই সাংবাদিকদের করোনা টিকা  দেওয়ার ব্যবস্থা করার দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী৷

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রায় দেড় লক্ষ মানুষ কোভিড সংক্রমিত। গত ২৪ ঘণ্টায় এটাই সর্বপ্রথম সর্বাধিক দৈনিক আক্রান্ত দেশে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৩৮৪ । কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৯৪ জনের৷ আগের দিন যা ছিল ৭৮০৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে এক লক্ষ ৬৮ হাজার ৪৩৬ জনের ৷ এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে এক কোটি ৩২ লক্ষ পাঁচ হাজার ৯২৬ জন। এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে ১০ লক্ষ ৪৬ হাজার ৬৩১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৫৬৭ জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে এক কোটি ১৯ লক্ষ ৯০ হাজার ৮৫৯ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =