নয়াদিল্লি: করোনা অতিমারীর আবহে কিছুটা স্বস্তির বাতাস নিয়ে এসেছে এর প্রতিষেধক ভ্যাকসিন। আতঙ্ক খানিক কাটতেই এবার নুইয়ে পড়া অর্থনীতি ফের সচল করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। নানা জায়গা থেকেই জারি করা হচ্ছে একাধিক চাকরির বিজ্ঞপ্তি। দীর্ঘ লকডাউনের পর বেকার সমস্যার সমাধানই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই আবহে এবার ফের নতুন নিয়োগের ঘোষণা কেন্দ্রের।
ভারত সরকারের নীতি নির্ধারণ তথা পরামর্শদানকারী মন্ত্রক নীতি আয়োগে (NITI Aayog) কর্মী নিয়োগের জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আকর্ষণীয় হারের বেতনে এক্ষেত্রে একাধিক পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই পদ গুলির জন্য আবেদন করতে হবে বলে জানা গেছে। আবেদন করা যাবে অনলাইনেই।
কেন্দ্র সরকারের নীতি আয়োগে আপাতত মোট শূন্যপদের সংখ্যা ১৮ টি। এর মধ্যে সিনিয়র কনসালটেন্ট (Senior consultant) পদে ১ জন, কনসালটেন্ট গ্রেড 1(conaultant grade 1) পদে ৬ জন, কনসালটেন্ট গ্রেড 2 (consultant grade 2) পদে ১ জন এবং ইয়াং প্রফেশনাল (young professional) পদে মোট ১০ জনকে নিয়োগ করা হবে।
কারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন?সংশ্লিষ্ট মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিনিয়র কনসালটেন্টের পদটিতে আবেদনের জন্য পাবলিক পলিসি, নিউট্রিশন, ইকোনমিকস, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সমাজবিজ্ঞানের কোনও শাখায় অন্তত স্নাতকোত্তর বা MBBS হতে হবে। কনসালটেন্ট গ্রেড 1-এর পদে আবেদনের জন্যেও প্রয়োজন হবে স্নাতকোত্তর ডিগ্রী।এক্ষেত্রে পাবলিক হেলথ, ইকোনমিকস বা সমাজ বিজ্ঞানের কোনও শাখায় ডিগ্রীধারী হলেই চলবে। এছাড়া কনসালটেন্ট গ্রেড 2 পদে স্নাতকোত্তর ডিগ্রি অথবা BE/BTech ডিগ্রি প্রয়োজন হবে। ইয়াং প্রফেশনালের পদে আবেদনের জন্য প্রয়োজন স্নাতকোত্তর ডিগ্রি বা BE/BTech ডিগ্রি বা ম্যানেজমেন্ট কোর্সে দু’বছরের PG ডিপ্লোমা বা MBBS বা LLB বা CA বা ICWA.
সিনিয়র কনসালটেন্টের পদটিতে সর্বাধিক ৬২ বছর পর্যন্ত বয়সসীমা ঘোষিত হয়েছে। এক্ষেত্রে বেতন হবে মাসিক ২৬৫,০০০ থেকে ৩৩০,০০০টাকা। কনসালটেন্ট গ্রেড 1 পদে ৪৫ বছর পর্যন্ত ব্যক্তি আবেদন করতে পারবেন। তাঁদের বেতন হবে মাসিক ৮০,০০০ থেকে ১৪৫,০০০ টাকা। ১৪৫,০০০ থেকে ২৬৫,০০০ টাকা মাসিক বেতনের কনসালটেন্ট গ্রেড 2 পদে আবেদনের বয়সসীমা ৫০ বছর। ইয়াং প্রফেশনালরা ৩২ বছর পর্যন্ত ৬০০০০ টাকা বেতনের জন্য আবেদন করতে পারবেন।