দিনহাটা: ফের কোচবিহারের দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক৷ তাঁর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার নিশীথের কনভয় লক্ষ্য করে তির ছোড়া হয় বলে অভিযোগ৷ কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে জানা যাচ্ছে। যদিও নিশীথের আনা যাবতীয় অভিযোগ খারিজ করেছে তৃণমূল। উল্টে বিজেপির বিরুদ্ধেই অশান্তি পাকানোর অভিযোগ এনেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তরবঙ্গে শুরু নিশীথ বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দ্বৈরথ৷
আজ দিনহাটার ২ নম্বর ব্লকে সাহেবগঞ্জ বিডিও অফিসে চলছিল মনোনয়নপত্র পরীক্ষার কাজ৷ বিজেপির অভিযোগ, সেই সময় বিডিও অফিসের ‘দখল’ নেয় হাজার খানেক তৃণমূল কর্মী৷ নেতৃত্বে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। মন্ত্রী নিজে বিজেপি প্রার্থীদের মনোনয়ন ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। সেই খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷ কিন্তু, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক সেখানে পৌঁছনো মাত্র পরিস্থিতি গরম হয়ে ওঠে। তৃণমূল এবং বিজেপি’র মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’পক্ষের উপর লাঠিচার্জ করে পুলিশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>