সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে ভোটের লাইনে নিশীথ, বিধিভঙ্গের অভিযোগ উদয়নের

সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে ভোটের লাইনে নিশীথ, বিধিভঙ্গের অভিযোগ উদয়নের

দিনহাটা: দিনহাটার লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যালয়ের ২৩২ নম্বর বুথে সশস্ত্র দেহরক্ষী নিয়ে ভোটের লাইনে দাঁড়ানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীখ প্রামাণিকের বিরুদ্ধে৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ৷ নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর চিন্তা ভাবনাও রয়েছে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহের। 

এর আগে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক৷ 
এদিন মোবাইলে ছবি দেখিয়ে উদয়ন গুহ বলেন, এই ছবিটা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের৷ তিনি ভোটেল লাইনে দাঁড়িয়েছেন৷ তাঁর সঙ্গে অস্ত্র নিয়ে লাইনে গিয়ে দাঁড়িয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা৷ সম্পূর্ণরূপে এখানে বিধিভঙ্গ করা হয়েছে৷ সকাল থেকে বিজেপি প্রার্থী ও বিজেপি নেতারা নানা রকম কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন৷ কিন্তু এই ছবিটা দেখলে বোঝা যাবে কারা নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করছে৷ কারা ভোটারদের প্রভাবিত করে ভয় দেখিয়ে ভোট করতে চাইছে৷ 
অন্যদিকে নিশীথ প্রামাণিকের বক্তব্য, ভবানীপুরেই হোক বা অন্য কোথাও, উপনির্বাচনে সাধারণ মানুষ যাতে ভোট দিতে যতে না পারে, সেই চেষ্টা করেছে তৃণমূল৷ বুথের সামনে জমায়েত করে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে৷ বহু আমরা এজেন্ট দিতে পারিনি৷ আমাদের এজেন্টদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =