মমতার ক্রমাগত উস্কানিরই পরিণতি শীতলকুচি, বিস্ফোরক নিশীথ

মমতার ক্রমাগত উস্কানিরই পরিণতি শীতলকুচি, বিস্ফোরক নিশীথ

5a1eef26bbe19540dce0582def8236d7

কলকাতা: কয়েকদিন ধরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার জেরেই কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করা হয়েছে৷ সে জন্যই গুলি চলেছে৷ শীতলকুচির ঘটনায় এমনটাই দাবি করলেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক৷ 

আরও পড়ুন- মৃত্যু কি এড়ানো যেতে পারত না? সেই বজ্র আঁটুনি, ফস্কা গেরো!

তিনি বলেন, মাথাভাঙা, কোচবিহারের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়েছেন তার জেরেই এই ঘটনা৷ তিনি যেভাবে বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে পেলে ঘিরে রাখুন, হাত মুচড়ে দিন, কান টেনে দিন, এই সব কথা শুনে স্বাভাবিক ভাবেই বিশেষ একটা শ্রেণির লোক উত্তেজিত হচ্ছে৷ তারা কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণাত্মক হয়ে উঠছে৷ সে ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য কোনও পদক্ষেপ নিয়েছে কিনা, সেটাও খোঁজ নিয়ে দেখতে হবে৷ তবে কেন্দ্রীয় বাহিনীর উপর বোমা, বন্দুক নিয়ে হামলা করার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের রয়েছে৷ বিভিন্ন জায়গায় হামলা হচ্ছেও৷ তা কথায়, তৃণমূল কংগ্রেস চায় না শান্তিপূর্ণ ভাবে ভোট হোক৷ কারণ তারা জানে বিধানসভা নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৯টিতেই তাঁরা বিপুল ভোটে হারতে চলেছে৷ সে কারণেই উশৃঙ্খলতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *