স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর বিজ্ঞপ্তি ভুল! ভোটের সকালে ঘোষণা অর্থমন্ত্রীর

স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর বিজ্ঞপ্তি ভুল! ভোটের সকালে ঘোষণা অর্থমন্ত্রীর

3 stocks recomended

 

নয়াদিল্লি: চলছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের মুখে স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর বিজ্ঞপ্তি জারি করে জনতার পকেটে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর চেষ্টা করেছিল কেন্দ্র৷ কিন্তু, এর প্রভাব যে সরাসরি EVM-এ পড়তে পারে, তা বুঝতে এবার একরাত কাটিয়ে দিল কেন্দ্র৷ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে EVM খুলতে না খুলতেই টুইটে ভুল স্বীকার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

গতকাল রাতে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে৷ ভোটের মুখে এই সিদ্ধান্ত তুমুল সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রকে৷ এবার ৫ রাজ্যে ভোট শুরু হতেই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমামোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ জানালেন, গত কাল ভুল করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল৷ ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে৷ কিন্তু  প্রশ্ন উঠছে, স্বল্প সঞ্চয়ে সুদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল হয় কীভাবে? এই স্বল্প সঞ্চয়ে সুদের উপর নির্ভার করে থাকেন দেশের কোটি কোটি জনতা৷

 

আজ বৃহস্পতিবার সকালে টুইট করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোনও পরিবর্তন হচ্ছে না৷ ২০২০-২০২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে যে সুদের যে হার ছিল, সেটাই থাকছে৷ তবে, পিপিএফের সুদের আগের মতোই থাকবে কি না, সেবিষয়ে এখনও খোলসা করেননি অর্থমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 5 =