নয়াদিল্লি: আজ, বুধবার সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১ টায় বাজেট পেশ করবেন তিনি। আগামী বছর লোকসভা ভোট৷ তার আগে এটাই দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ সংশ্লিষ্ট মহলের মতে, এবারের বাজেটে পরিকাঠামো, প্রতিরক্ষার (মেড ইন ইন্ডিয়া) মতো খাতে বাড়তি জোর দেওয়া হতে পারে। সেইসঙ্গে আয়কর কাঠামোয় বড়সড় পরিবর্তন আনা হতে পারে বলেও বিভিন্ন মহলের অনুমান।
আরও পড়ুন- দেশের অর্থনীতির অভিমুখ কোনদিকে? আভাস আর্থিক সমীক্ষা রিপোর্টে
এ বছর কিষান সম্মান নিধির আওতায় বরাদ্দ বাড়তে পারে৷ এতদিন বছরে ছয় হাজার টাকা দেওয়া হত কৃষকদের৷ তা বাড়িয়ে আট হাজার করা হতে পারে৷
এছাড়াও অর্থনীতিবিদদের অনুমান, বিভিন্ন দিক থেকে আয়ের পথ সুগম করে, রাজস্ব ঘাটতি মেটাবার চেষ্টা করবে সরকার৷ এর মধ্যে অন্যতম আয়ের ক্ষেত্র হতে পারে তামাকজাত পণ্য। এবারের বাজেটে সম্ভবত খারাপ খবর আসতে চলেছে ধূমপায়ীদের জন্য৷ বাড়তে চলেছে সিগারেট, বিড়ি-সহ সকল তামাকজাত পণ্যের দাম।
#WATCH | Delhi: Union Finance Minister Nirmala Sitharaman all set to present the #UnionBudget2023 at 11am today.
This is the BJP government’s last full Budget before the 2024 general elections. pic.twitter.com/8CFywfihvq
— ANI (@ANI) February 1, 2023
মঙ্গলবার বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বর্তমানে যা পরিস্থিতি, তাতে শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্ব ভারতের বাজেটের দিকে তাকিয়ে আছে। বিশ্বব্যাপী অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের চেষ্টা করা হবে বাজেট। আমি নিশ্চিত এর জন্য সবরকমের চেষ্টা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>