ভোটে লড়ার অর্থ নেই খোদ অর্থমন্ত্রীরই! লোকসভায় লড়ার প্রস্তাব ফেরালেন নির্মলা

ভোটে লড়ার অর্থ নেই খোদ অর্থমন্ত্রীরই! লোকসভায় লড়ার প্রস্তাব ফেরালেন নির্মলা

nirmala

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। প্রায় সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে বিজেপি, কংগ্রেস সহ প্রায় সবকটি রাজনৈতিক দল। বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে একের পর এক হেভিওয়েট প্রার্থী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সকলেই প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভায়। একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকেও ফের টিকিট দিয়েছে দল। অথচ বিজেপি’র প্রার্থী তালিকায় নেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নাম। তবে কি আসন্ন লোকসভা নির্বাচনে তিনি লড়বেন না? সেই উত্তর জানিয়েছেন খোদ অর্থমন্ত্রীই৷ তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা তাঁর কাছে নেই৷ সেই কারণেই তিনি আর লোকসভা ভোটে লড়তে চান না। দল প্রস্তাব দিলেও, তিনি তা ফিরিয়ে দিয়েছেন বলেই জানান অর্থমন্ত্রী।

বুধবার একটি সাক্ষৎকারে নির্মলা জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাঁকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন৷ কিন্তু কেন? সেকথাও খোলসা করেন নির্মলা৷ তাঁর কথায়, “প্রস্তাব পাওয়ার পর এক সপ্তাহ বা ১০ দিন এ বিষয়ে ভাবনাচিন্তা করি৷ তার পর জানিয়ে দিই আমি যে লড়তে পারব না। আমার কাছে নির্বাচনে লড়ার মতো যথেষ্ট অর্থ নেই। তাছাড়া অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু নিয়েও কিছু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন আসবে, আপনি কি সেখানকার গোষ্ঠী কিংবা ধর্মের মানুষ? আমি বলব না৷ সেই কারণেই আমি না বলেছি। আমার পক্ষে সম্ভব নয়৷’’ তিনি আরও বলেন, ‘‘দলের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা আমার সমস্যা বুঝতে পেরেছে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =