নয়াদিল্লি: ফাঁসি এড়াতে একের পর এক কৌশল নিয়ে চলেছে নির্ভয়া কাণ্ডের চার অপরাধী৷ এবার ময়দানে নামলেন এই চার অপরাধীর অন্যতম অক্ষয় কুমার সিংয়ের স্ত্রী৷ স্বামীর ফাঁসির আগে ডিভোর্স চেয়ে আদালতে গেলেন তিনি৷
আগামী ২০ মার্চ তিহার জেলে ফাঁসি হওয়ার কথা নির্ভয়া কাণ্ডের চার অপরাধীর৷ ফাঁসির ঠিক আগে বিহারের ঔরঙ্গাবাদ আদালতে ডিভোর্স ফাইল করলেন অক্ষয় সিংয়ের স্ত্রী পুনিতা৷ নিজের আবেদনে পুনিতা বলেন, তিনি একজন বিধবার জীবন চান না৷ তাই অক্ষয়ের ফাঁসির আগেই তিনি ডিভোর্স চান৷ আগামী ১৯ মার্চ এই আবেদনের শুনানির দিন ধার্য করেছে আদালত৷ পুনিতা আরও বলেন, ‘‘আমার স্বামী নিরপরাধ৷ তার ফাঁসির আগে আমি আইনত বিচ্ছেদ চাই৷’’
এদিকে পুনিতার আইনজীবী মুকেশ কুমার সিং সাংবাদিকদের বলেন, আমার মক্কেলের ডিভোর্স পাওয়ার অধিকার আছে৷ এই জন্যই পারিবারিক আদালতে আবেদন জানিয়েছি৷ হিন্দু বিবাহ আইনের ১৩(২)(II) ধারা অনুযায়ী, কোনও মহিলার স্বামী যদি ধর্ষণ বা বিকৃতকামে দোষী সাব্যস্ত হয়, তাহলে তার স্ত্রী চাইলে ডিভোর্স পেতে পারেন। বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছে নির্ভয়ার চার অপরাধী মুকেশ সিং (৩২), পবন গুপ্ত (২৫), বিনয় শর্মা (২৬), এবং অক্ষয় কুমার সিং (৩১)৷ আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা তাদের৷ কিন্তু ফাঁসি এড়াতে একের পর এক পন্থা নিচ্ছে তারা৷
গত সোমবারই ফাঁসি এড়াতে নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন, অক্ষয় ও বিনয় শর্মা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে৷ তার পর দিনই দিল্লির আদালতের দ্বারস্থ হয় মুকেশ৷ তার দাবি, ২০১২ সালের ১৬ ডিসেম্বর ঘটনার দিন রাজধানীতেই ছিল না সে। এবার নয়া চাল অক্ষয়ের স্ত্রী পুনিতার৷ ডিভোর্সের আবেদন জানিয়ে ঔরঙ্গাবাদ আদালতে গেলেন তিনি৷ ২০১২র ১৬ ডিসেম্বর দিল্লির রাতে চলন্ত বাসে ২৩ বছরের এক প্যারামেডিকেল ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ করে ছয় জন৷ তাদের মধ্যে জেলেই মারা গিয়েছেন একজন৷ অপর এক অপরাধী নাবালক হওয়ায় আগেই ছাড়া পেয়ে গিয়েছে৷