নয়াদিল্লি: কেন্দ্রের ২০ লক্ষ কোটি টাকা প্রকল্পের প্রথম দফা ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বুধবার সাংবাদিক বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। এমনকী, এমএসএমই-র সংজ্ঞা বদলের কথাও বলেছেন অর্থমন্ত্রী। নতুন নিয়ম অনুযায়ী কারা পড়ছে ক্ষুদ্র, ছোট বা মাঝারি শিল্পের আওতায়?
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার প্রকল্পের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্প অনুযায়ী কোন খাতে, কী বরাদ্দ করছে সরকার, তা তিনদিন ধরে ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার প্রথম দফায় এমএসএমই-র জন্য ৬টি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি।
পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের নয়া সংজ্ঞা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর আগে উৎপাদন ও পরিষেবার ভিত্তিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের শর্ত আলাদা আলাদা হতো। কিন্তু নয়া নিয়ম অনুসারে, উৎপাদন ও পরিষেবার কোনও বিভাজন রাখা হয়নি।
This will enable 45 lakh MSME units to resume business activity and also safeguard jobs: FM Sitharaman https://t.co/q6zsXOEYt6
— ANI (@ANI) May 13, 2020