সাদা ব্রা-লেটে স্পষ্ট বক্ষ বিভাজিকা, ‘দো ঘুটে’ নেট পাড়ায় আগুন ঝরালেন নিয়া

সাদা ব্রা-লেটে স্পষ্ট বক্ষ বিভাজিকা, ‘দো ঘুটে’ নেট পাড়ায় আগুন ঝরালেন নিয়া

মুম্বই:  সোস্যাল মিডিয়ায় নয়া সেনশেসন নিয়া শর্মা৷ ছোট পর্দার এই বোল্ড অভিনেত্রীর ফ্যান ফলোয়িং রীতিমতো তাক লাগায়৷ এবার ‘দো ঘুটে’ নেট পাড়ায় আগুন লাগাতে আসছেন নিয়া শর্মা৷

আরও পড়ুন- রাজি মদন! এবার বায়োপিকে ফুটে উঠবে রাজনীতির রঙিন চরিত্রের জীবন

সম্প্রতি বিগ বসের ওটিটি ঘরে দেখা গিয়েছিল লাস্যময়ী অভিনেত্রীকে৷ তাঁর উপস্থিতি সকলকে মুগ্ধ করেছিল৷ ছোট পর্দার ‘নাগিন’কে এবার দেখা যাবে একটি মিউজিক ভিডিয়োতে৷ যার নাম ‘দো ঘুট’৷ ১৯৭৩ সালের এভারগ্রিন রেট্রো ডান্স ‘দো ঘুট মুঝে ভি পিলা দে সরাবি’ গানের রিমেক ভর্সান এটা৷ রিলিজ করেছে সারেগামাপা৷ তারই একঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী৷ যা দেখে তোলপাড় নেট দুনিয়া৷ 

এই ভিডিয়োতে সাদা ব্রা-লেট আর থাই হাই স্লিট স্কার্টে উষ্ণতার আগুন ধরিয়েছেন নিয়া৷ সঙ্গে তাঁর কিলার ডান্স মুভ অনুরাগীদের মাতোয়ারা করেছে৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই এশিয়ার সেক্সিয়েস্ট মহিলার তকমা পেয়েছিলেন নিয়া৷ তা যে কতটা যুক্তিযুক্ত তা ‘দো ঘুটে’ই প্রমাণ করে দিলেন অভিনেত্রী৷ এই মিউজিক ভিডিয়োটিতে কোরিওগ্রাফি করেছেন জয়শ্রী কেলকার৷ দুর্দান্ত রেনডিশন করেছেন নিয়া৷ উল্লেখ্য, আসল গানটি কম্পোজ করেছিলেন দা লেজেন্ড আরডি বর্মন৷ গানটি গেয়েছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর৷ রিমেক্স গানটি গেয়েছেন শ্রুতি রানে৷ 

 ২০১০ সালে ‘কলি-এক অগ্নিপরীক্ষা’ দিয়ে ডেবিউ করেছিলেন নিয়া৷ এর পর এক হাজারো মে মেরি বেহনা হ্যায়, জামাই রাজা, ইস্ক মে মরজাওয়া এবং নাগিন ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তার শিকড়ে নিয়ে যায়৷ ২০২০ সালে অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি’-তে জয়ী হন নিয়া৷ ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোয়ার্সের সংখ্যা ৬.৩ মিলিয়ন৷  

এই মিউজিক ভিডিয়ো নিয়ে প্রশ্ন করা হলে নিয়া বলেন,  ‘রেট্রো জমানার অন্যতম এভারগ্রিন গানে পারফর্ম করার সুযোগ পাওয়াটা আমার কাছে অত্যন্ত স্পেশাল। মুমতাজজী যে গানটিকে স্মরণীয় করে দিয়েছিলেন, সেই জুতোয় পা গলাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি৷’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =