অন্তঃসত্ত্বা বান্ধবীর কাছে ক্ষমা চাইলেন নেইমার! কী ভুল করেছেন এই তারকা ফুটবলার?

অন্তঃসত্ত্বা বান্ধবীর কাছে ক্ষমা চাইলেন নেইমার! কী ভুল করেছেন এই তারকা ফুটবলার?

মাঠ হোক বা মাঠের বাইরে, নেইমার মানেই যেন শিরোনাম। দারুণভাবে মরশুম শুরু করেও চোটের কারণে ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। ক্লাব পিএসজি-ছেড়ে দেওয়া নিয়েও চলছে জল্পনা। এমন সময় প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠল তারকা ফুটবলারের বিরুদ্ধে। অভিযোগ, অন্তঃসত্ত্বা বান্ধবীকে ঠকিয়েছেন ব্রাজিলের ফুটবলার। আর সেই কাজের জন্য এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। বান্ধবী ব্রুনার উদ্দেশ্যে সমাজ মাধ্যমে ‘খোলা চিঠি’ লিখেছেন নেইমার। 

  • কী লিখেছেন নেইমার?

বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ব্রাজিলের স্ট্রাইকার লিখেছেন, “তোমার পরিবার এবং তোমার জন্য এটা করছি। আমি কোনও অজুহাত দিচ্ছি না। তোমাকে আমার জীবনে খুবই প্রয়োজন।“ 

ডিজিটাল ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন নিয়ে কয়েকদিন ধরেই চর্চা চলছিল। সম্পর্কের বিষয়ে প্রথম মুখ খোলেন ফের্নান্দো কাম্পোস। কাম্পোস জানান, কাতার বিশ্বকাপের সময় থেকেই নেইমারের সঙ্গে তার আলাপ। কিন্তু তিনি তখনও নেইমারের সঙ্গে বিয়ানকার্দির সম্পর্কের বিষয়ে জানতেন না। ব্রাজিলিয়ান ভালোবাসা দিবসের দিনটি তাঁরা দুজনে একসঙ্গে উদযাপন করেন এবং  শারীরিকভাবে ঘনিষ্ঠ হন বলেও দাবি করেন কাম্পোস। সেই সম্পর্কের কথা স্বীকার করে প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করলেন নেইমার। খোলা চিঠিতে বান্ধবীর জন্য তিনি লেখেন, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (তুমি ও আমার ভাবী সন্তান) জন্য ঠিক কাজ করিনি। কিছু বিষয়কে আমি আড়াল করেছি, যা করার দরকার ছিল না। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। কাজটি ঠিক করিনি আমি।’

চিঠির শেষ অংশে নেইমার আরও লেখেন, ‘আমি প্রতিদিনই ভুল করি। সেটা মাঠ ও মাঠের বাইরে। কিন্তু ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে করি। আর এ সবকিছুই আমার জীবনে অন্যতম বিশেষ মানুষটির জন্য। আর সেই মানুষটি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। বিষয়টি তাঁর পরিবারকে তছনছ করেছে, যে পরিবার আমারও।’

প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বহুদিনের সম্পর্ক নেইমারের। কয়েকদিন আগেই বান্ধবীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ করেন নেইমার। বছরের শেষ অর্ধে তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। যে কারণে গত কয়েকমাস ধরে দুজন একই সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কিন্তু, এরই মাঝে কাম্পোসের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়তে দুজনের সম্পর্কের অবনতি শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 20 =